বিশ্ব খাদ্য দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২১
পারভেজ মামুন”চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ-
চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব খাদ্য দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও খাদ্য অধিদপ্তর যৌথভাবে আলোচনা সভার আয়োজন করে।
জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ। আলোচনায় অংশগ্রহণ করেন- জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মুহাম্মদ নজরুল ইসলাম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ ডা. মোস্তাফিজুর রহমান, সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সলেহ আকরাম, বরেন্দ্র কৃষি খামারের স্বত্বাধিকারী মো. মুনজের আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ ড. বিমল কুমার প্রামানিক। সঞ্চালনা করেন সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জাকির হোসেন।
বক্তারা বলেন, বাংলাদেশের কৃষিতে যুগান্তকারী সাফল্য অর্জিত হয়েছে। খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পাশাপাশি টেকসই কৃষি প্রবৃদ্ধি নিশ্চিত হয়েছে। বৃহত্তর কৃষির আঙিনায় মাঠ ফসল, ফলমূল, শাকসবজির পাশাপাশি প্রাণিজ আমিষ উৎপাদনেও বাংলাদেশ এখন বিশ্বের শীর্ষস্থানীয় দেশ। সরকার এখন পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে। এখন সময় এসেছে পুষ্টিকর খাবারের পাশাপাশি নিরাপদ খাদ্য নিশ্চিত করতে আরো প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। নিরাপদ খাদ্যের সাথে নিরাপদ পুষ্টি নিশ্চিত করতে হবে। এজন্য সরকার কৃষিতে সর্বাধিক গুরুত্ব দিয়েছেন।
বিশ্ব খাদ্য দিবসে এবারের প্রতিপাদ্য “আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ, ভালো উৎপাদনে ভালো পুষ্টি আর ভালো পরিবেশেই উন্নত জীবন”।
 সীমান্তবাংলা/রম/১৬ অক্টোবর ২০২১