বিরামপুর প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত হলেন ড. নুরুল ইসলাম

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২১

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুরে শতভাগ ভোটারের উপস্থিতিতে উৎসব মুখর পরিবেশে বিরামপুর প্রেসক্লাবে সভাপতি পদের উপ-নির্বাচনে ড. নূরুল ইসলাম বিজয়ী হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিরামপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ নির্বাচন অনুষ্টিত হয়। এ নির্বাচনে প্রেসক্লাবের ৩২ জন তালিকাভুক্ত ভোটার তাদের ভোট দেন। নির্বাচনে প্রেসক্লাবের সদস্য ও দৈনিক নতুন সময় এর বিরামপুর উপজেলা প্রতিনিধি ড. নুরুল ইসলাম ২১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক সমকাল এর বিরামপুর প্রতিনিধি আব্দুল কুদ্দুস ১১ ভোট পেয়েছেন।
উল্লেখ্য, প্রেসক্লাবের সভাপতি শাহীনুর আলম শাহীন সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে গত ৭ সেপ্টেম্বর মারা যাওয়ার পর ওই পদটি শুন্য হয়।

উপ-নির্বাচন পরিচালনা করেন প্রেসক্লাবের সিনিয়র সহ. সভাপতি ডা. নুরুল হক, সাধারণ সম্পাদক প্রভাষক মশিহুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাহাবুর রহমান ও কোষাধ্যক্ষ শাহ আলম মন্ডল।

উপ-নির্বাচনের ফল ঘোষণার পরে প্রেসক্লাবের পক্ষ থেকে নবনির্বাচিত সভাপতিতে ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা জানানো হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকতা (ইউএনও) পরিমল কুমার সরকার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত, ওসি (তদন্ত) মতিয়ার রহমান ও বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

সীমান্ত বাংলা/২৪ সে‌প্টেম্বর ২১/মউ