বিপুল উৎসাহ উদ্দীপনায় জেলায় মৎস্যজীবীলীগের স্বীকৃতির ১ম বর্ষ উদযাপন

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২০
সীমান্তবাংলা ডেক্স : সারা দেশের ন্যায় কক্সবাজারেও নানা কর্মসূচি ও আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে স্বীকৃতির ১ম বর্ষপূর্তি উদযাপন করেছে আওয়ামীলীগের ৮ম সহযোগী সংগঠন হিসেবে ঘোষিত মৎস্যজীবীলীগ।একইসাথে অভিভাবক আওয়ামীলীগের জেলা শাখার নব মনোনীত ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীকে সংবধিত করেছে সংগঠনটি।
জেলা আওয়ামীলীগ কার্যালয়ে গতকাল সন্ধ্যায় পৃথক এ দু,কর্মসূচির আলোচনা সভায় সভাপতি ছিলেন জেলা মৎস্যজীবীলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ তৈয়ব।ধর্মবিষয়ক সম্পাদক মৌলভী ফোরকানের কোরআন তেলওয়াত ও সাংগঠনিক সম্পাদক সাংবাদিক নুরুল আলম আজাদের সঞ্চয়ালনায় অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমান।
সংবধিত অতিথি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী।মৎস্যজীবীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা সভাপতি এ কে এম আজিজুল হক চৌধুরী প্রধান বক্তা ছিলেন।এতে অন্যান্যদের মধ্যে সংগঠনের সহ সভাপতি দুলাল কান্তি দাশ,অধ্যাপক শাহ নিজাম চৌধুরী, সামশুল আলম,ছৈয়দ আকবর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম ডি আবদুল হক নুরী,প্রচার সম্পাদক নাছির উদ্দিন ও স্বাগত বক্তা ছিলেন পৌর সভাপতি ফোরকান আজাদ।
বক্তব্য রাখেন সংগঠনের শহর শাখার সাধারণ সম্পাদক এম শাহাব উদ্দিন, মহেশখালী সভাপতি আনছারুল হক কোম্পানি উখিয়ায় আহবায়ক সাংবাদিক মোসলেহ উদ্দিন, টেকনাফ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ তৈয়ব,সহ সভাপতি ডাঃ অমর কান্তি দাশ, ঈদগাঁও সাংগঠনিক উপজেলার সভাপতি মৌলানা নুরুল আমিন সহ ওয়ার্ড, ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ।
সংবধিত অতিথি তার বক্তব্যে বর্ষপূর্তির এইখনে তাকে সংবধিত করায় মৎস্য জীবীলীগকে আন্তরিক কৃতঙ্গতা জানিয়ে সহযোগী সংগঠনটির সকল ক্রান্তিকালে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজিজ চৌধুরীকে ধন্যবাদ জানান।
প্রধান অতিথি মেয়র মুজিবুর রহমান তার বক্তব্যে মৎস্যজীবীলীগের সাংগঠনিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করে সংগঠনটির নেতাকর্মীদের রাজনৈতিক যে কোন প্রয়োজনে প্রস্তুত থাকার আহবান জানান।
১ ডিসেম্বর /এডমিন/ইবনে

সংবাদটি শেয়ার করুন