বিজয় দিবসেও সংঘর্ষে জড়ালো আ.লীগের দু’পক্ষ

প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০১৯

বিজয় দিবসেও ঈশ্বরদীতে ফের সংঘর্ষে জড়িয়েছে আওয়ামী লীগের দু’পক্ষ। এতে কমপক্ষে ৫ জন আহত হয়েছেন।

ঈশ্বরদী পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টুর নেতৃত্বে বিজয় দিবস উপলক্ষে বেলা ১১টায় পৌরসভার ব্যানারে একটি মিছিল বের করা হয়। তারা পোস্ট অফিস মোড় এলাকায় পৌঁছালে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মকলেছুর রহমান মিন্টুর নেতৃত্বে পূর্ব নির্ধারিত একটি বিজয় র্যালিও একই স্থানে পৌঁছায়। তখন দু’গ্রুপের কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এ সময় পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও দু’পক্ষের কিছু অতি উৎসাহী কর্মী সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে ৫ জন আহত হন। তাদের মধ্যে সাবেক যুবলীগ নেতা আব্দুল মতিন, মো. সাঈদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি যুবায়ের বিশ্বাসও রয়েছেন। এর মধ্যে মতিন ও সাঈদকে ঈশ্বরদী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে পৌর যুবলীগ সভাপতি আলাউদ্দিন বিপ্লব বলেন, পোস্ট অফিস মোড় এলাকায় কী ঘটেছে তা জানা নেই। ওই সময় আমাদের কর্মীরা র্যালির জন্য সবাই বিজয় স্তম্ভে ছিল।

অপরদিকে পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টুর মোবাইলে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী বলেন, র‌্যালি সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে, কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। আমরা এ ধরনের কোনো অভিযোগ পাইনি।

উল্লেখ্য, গত এক দশক ধরে ঈশ্বরদীতে আওয়ামী লীগের দু’পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে।