বিএমএসএফ কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উখিয়ায় মানববন্ধন ও সমাবেশ

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: আগস্ট ২৫, ২০২১

নিজস্ব প্রতিবেদক;;

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি সাঈদুর রহমান রিমন ও বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম সহ ১১ জনের বিরুদ্ধে হুইপ সামশুল হক কতৃক দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে দেশব্যাপী বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম( বিএমএসএফ) এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে , বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) উখিয়া উপজেলা শাখার উদ্যােগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

২৫ আগষ্ট ২০২১ উখিয়া স্টেশন চত্বরে এই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

বিএমএসএফ কক্সবাজার জেলার সহ সম্পাদক, উখিয়া উপজেলা শাখার আহবায়ক কাজী হুমায়ুন কবির বাচ্চুর সভাপতিত্বে উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে প্রধান অথিতি ছিলেন জেলা বিএমএস এফ এর সহ সভাপতি ও উপজেলা প্রেসক্লাব উখিয়ার সভাপতি সাংবাদিক মোসলেহ উদ্দীন, বিশেষ অথিতি ছিলেন জেলা বিএমএসএফ’র সাংগঠনিক সম্পাদক( দক্ষিণ) শাকুর মাহমুদ, উখিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিক উদ্দীন বাবুল, উখিয়া প্রেসক্লাবের অর্থ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী,উখিয়া প্রেসক্লাব সদস্য জসীম উদ্দীন চৌধুরী, উখিয়া উপজেলা বিএমএসএফ এর যুগ্ন আহবায়ক ও সাবেক সহ সভাপতি মঈনুদ্দিন শাহীন, আহবায়ক কমিটির সদস্য সচীব ফেরদৌস ওয়াহিদ ও সদস্য, মোহামদ শহীদ, শাহেদ হোসেন মুবিন, কাজল আইচ, নিলয়, সাদেক হোসেন খোকা।

মানববন্ধনোত্তর সমাবেশে বক্তারা, অবলম্বে মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সভাপতি সাইদুর রহমান রিমন ও বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম সহ ১১ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য সরকারের কাছে জোর দাবী জানিয়েছেন।

মোসলেহ উদ্দিন / ২৫ আগষ্ট ২০২১