বিএনপি মহাসচিবকে কার্যালয়ে ঢুকতে না দেয়া পুলিশের যুক্তি হাস্যকর – বামজোট

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২২

সীমান্তবাংলা নিউজ ডেস্ক 

সভা সমাবেশে বাঁধা দেয়াকে সাংবিধানিক অধিকার পরিপহ্নি বলে মন্তব্য করেছেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। তিনি বলেন, ‘রাজনৈতিক দলের সভা-সমাবেশ ও মিছিল করার অধিকার দেশের সংবিধান দ্বারা সংরক্ষিত। কিন্তু সভা-সমাবেশে বাধাদান করে সরকার নাগরিকদের সাংবিধানিক অধিকারকে ক্রামগত হরণ করেছেন।

শুক্রবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে এগারোটায় সিপিবি কার্যালয়ে বাম গণতান্ত্রিক জোট আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাম জোটের সমন্বয়ক বলেন, গণতন্ত্রহীনতা ও অস্থিতিশীল রাজনৈতিক পরিবেশে বিদেশী এবং দেশের অভ্যন্তরের অন্ধকারের শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে।

বিএনপি মহাসচিবকে অফিসে ঢুকতে না দেয়ার কারণ হিসেবে পুলিশ যে যুক্তি উপস্থাপন করছে তা হাস্যকর মন্তব্য করে প্রিন্স বলেন, বলা হচ্ছে অফিসে বোমা মজুদ করে রাখা হয়েছে। পুলিশের একথা দেশের জনগণ মোটেই বিশ্বাস করে না কারণ নিরীহ মানুষের পকেটে মাদকদ্রব্য ঢুকিয়ে দিয়ে মামলায় গ্রেপ্তার হয়রানী করা হচ্ছে প্রতিদিনই।

বাম জোটের সমন্বয়ক বলেন, ‘সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতিসহ নির্বাচন ব্যবস্থার সংস্কার করে নির্দলীয় তদারকি সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের দাবি জানাচ্ছি।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাম জোটের কেন্দ্রীয় নেতা ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, বিপ্লবী কমিউনিস্ট লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য আব্দুস সাত্তার, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, সমাজতান্ত্রিক আন্দোলনের নির্বাহী সভাপতি আব্দুল আলী, সিপিবির সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ প্রমুখ।