বায়তুল মোকাররমের গেট বন্ধ করে দিতে গিয়ে মুসল্লিদের ধাওয়ায় পালিয়ে গেলেন আনসার সদস্য 

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২১

ডেস্ক নিউজ;

কুমিল্লায় ঘটে যাওয়া ঘটনার জেরে আজ শুক্রবার জুমার নামাজের পর অপ্রীতিকর কোনো পরিস্থিতি এড়াতে আগে থেকে সতর্ক অবস্থানে ছিল আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। এদিকে নিরাপত্তা ব্যবস্থাকে কেন্দ্র করে নামাজ শুরুর আগে বায়তুল মোকাররমের উত্তর গেটে এক আনসার সদস্যের সঙ্গে মুসল্লিদের বাগবিতণ্ডা হয়। পরে মুসল্লিরা ধাওয়া দিলে পালিয়ে যান ওই আনসার সদস্য।

নামাজ শুরুর আগে বায়তুল মোকাররমের উত্তরের তিনটি গেটের একটি গেট আনসার সদস্য বন্ধ করতে যান। এ সময় নামাজের জন্য সেখানে বসা মুসল্লিরা ঘটনার প্রতিবাদ জানিয়ে বলেন, আমরা নামাজ পড়তে এসেছি এখানে, তাহলে গেট কেন বন্ধ করা হচ্ছে।

জবাবে ওই আনসার সদস্য বলেন, এটা আমার ব্যক্তিগত কোনো সিদ্ধান্ত না। মতিঝিল পুলিশের ডিসির নির্দেশে আমি গেট বন্ধ করতে এসেছি।

এ নিয়ে কিছুক্ষণ বাগবিতণ্ডার পর ওই আনসার সদস্যকে ধাওয়া দেন নামাজের অপেক্ষায় থাকা ব্যক্তিরা। তখন ওই আনসার সদস্য ইসলামিক ফাউন্ডেশন ভবনের গেট দিয়ে একটি কক্ষ ঢুকে সেটা বন্ধ করে দেন। পরে গেট খুলে দেওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

সীমান্তবাংলা/রম/১৫ অক্টোবর ২০২১