বাংলাদেশ দলিল লেখক সমিতির সভাপতি নূর আলম ভূইয়ার ব্যক্তিগত উদ্যোগে সুনামগঞ্জে ৫ শতাধিক বন্যার্ত মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: জুলাই ৬, ২০২২

 

মো: খায়রুল ইসলামঃ

বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব নুর আলম ভূইয়ার ব্যক্তিগত তহবিল থেকে সুনামগঞ্জের বন্যার্ত ৫ শতাধিক মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩ টায় বাংলাদেশ দলিল লেখক সমিতি সুনামগঞ্জ সদর উপজেলা শাখার উদ্যোগে শহরের মহিলা কলেজের সামনে দলিল লেখক সমিতির অফিসে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি প্রদীপ পাল নিতাইয়ের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন নরসিংদী জেলার মাধবদী উপজেলার কৃতি সন্তান বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ¦ নুর আলম ভূইয়া। এছাড়া ও উপস্থিত ছিলেন, বাংলাদেশ দলিল লেখক সমিতির সিলেট জেলা শাখার সাধারন সম্পাদক মো. ইকবাল হোসেন, সুনামগঞ্জ জেলা কমিটির সহ সভাপতি নেজামুল হোসেন, সাধারন সদস্য মো. আনোয়ার বারী, মর্তূজ আলী, আব্দুল খালিক প্রমুখ। আলহাজ্ব নুর আলম ভূইয়া বলেছেন, আসলেই এবারের স্মরণকালের ভয়াবহ বন্যায় সুনামগঞ্জের মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছে। এই জেলার বন্যার্ত মানুষজনের পাশে সাধ্যমত দাড়াঁতে সমাজের বিত্তশালীদের এগিয়ে আসার আহবান জানান।