বলীখেলার নামে জুয়াখেলার বিরুদ্ধে প্রতিবাদ করায় সাংবাদিকের উপর হামলা

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: জুন ৭, ২০২৩

 

নিজস্ব প্রতিবেদক 

বলীখেলার নামে ষাড়ের লড়াই এবং জুয়াখেলা বন্ধে পোস্ট করায় জাতীয় দৈনিক আজকালের মহেশখালী উপজেলা প্রতিনিধি জুয়েল চৌধুরীর উপর হামলা করেছে চিহ্নিত সন্ত্রাসীরা।

৬ জুন বিকেল ৫টায় কালারমারছড়া বাজারে এ হামলা করা হয়। কয়েকটি মামলার আসামী আজিজুল হকের নেতৃত্বে এ হামলা হয়। এ সময় আজিজুল হক চিল্লায় চিল্লায় বলে, “আমার সামনে মার,যা ইচ্ছে তা মার”। তখন চিকনিপাড়ার ‘গরু গিয়াসউদ্দিন’ স্বজোরে সাংবাদিক জুয়েলকে কিল,ঘুষি ও ধাক্কা মারতে থাকে। আজিজুল হক স্থানীয় প্রতিটি জুয়ার আসরের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত বলে জানান একটি সূত্র।

এসময় স্থানীয়রা সাংবাদিক জুয়েলকে ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যায় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

বলী খেলার নামে জুয়া খেলা বন্ধে চিকনীপাড়া ও ঝাপুয়ার সচেতন মানুষ ও আলেম সমাজ মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইয়াছিনকে অভিযোগ জানালে তিনি সেটি বন্ধের নির্দেশ দেন। ইউএনওর নির্দেশে স্থানীয় ইউপি চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ মাইকিং করে বলীখেলা বন্ধের ঘোষণা জানিয়ে দেন।

এতে ক্ষিপ্ত হয়ে গিয়াসউদ্দিন ফোন করে সাংবাদিক জুয়েলকে হুমকি দেয় পরবর্তীতে জুয়েলের অফিসের এসে সন্ত্রাসী আজিজুল হকের নেতৃত্বে তাকে অফিস থেকে বের করে হাতাহাতি ও গলা ধাক্কা দেয়।