বন কর্মকর্তাদের ধাওয়ায় নদীতে ঝাঁপ দিয়ে নারীর মৃত্যু

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: জুলাই ২, ২০২১

সীমান্তবাংলা ডেক্স : কক্সবাজারের মহেশখালীতে লাকড়ি কুড়াতে গিয়ে বিট কমকর্তাদের ধাওয়ায় নদীতে ডুবে খুকি দে (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজনকে মুর্মূষু অবস্থায় উদ্ধার করেছে স্থানীয়রা। শনিবার (২৬ জুন) দুপুরের দিকে আদিনাথ জেটি সংলগ্ন প্যারাবনে এ ঘটনা ঘটে।

খুকি দে ছোট মহেশখালী উপজেলার ঠাকুরতলা এলাকার বাদল দে’র স্ত্রী। খুকি দে’র ভাতিজা সুলাল দে ঢাকা পোস্টকে বলেন, সকালে ছোট মহেশখালীর আদিনাথ জেটি সংলগ্ন প্যারাবনে লাকড়ি কুড়াতে যান সাত নারী। এসময় উপকূলীয় বনবিভাগের সদর বিটের সদস্যরা ওই নারীদের ধাওয়া করে।

এক পর্যায়ে খুকি দে ও শিব্রা দে প্যারাবন সংলগ্ন নদীতে ঝাঁপ দেয়। অপরাপর নারীরা বাড়িতে ফিরে স্বজনদের খবর দিলে খুকি দে’র লাশ উদ্ধার করে নিয়ে মহেশখালী থানায় নিয়ে আসে। শিব্রা দে’কে মুর্মুষূ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠায়।

খবর পেয়ে অভিযুক্ত বন বিভাগের তিন সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসার কথা ঢাকা পোস্টকে জানিয়েছেন মহেশখালী থানা পুলিশের পরিদর্শক (এসআই) মনিষ বড়ুয়া। মহেশখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের পরিবারের পক্ষে কেউ অভিযোগ দিলে আমরা ব্যবস্থা নেব।

 

এএইচ/এডমিন/ইবনে

সংবাদটি শেয়ার করুন