বগুড়ার শেরপুরে ২ ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত-৪ !!

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২১

 

হিমন সরকার,
বগুড়া(শেরপুর) প্রতিনিধি:

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৪ জন আহত‌।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলার শাহ বন্দেগি ইউনিয়নের হামছায়াপুর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

আহতরা হলেন, কুমিল্লার সেলিম হোসেনের ছেলে ট্রাক চালক শামীম হোসেন (৩২), সারিয়াকান্দি বিলপাড়া গ্রামের নিয়ামতুল্লাহর ছেলে নাজু মিয়া (৩১), ঢাকা সাভারের ওলি উল্লার ছেলে সজীব হোসেন (৩০), রংপুর পীরগাছা গ্রামের মেরাজ উদ্দিন (২৯)। এদের মধ্যে ট্রাক চালক শামীম হোসেন আশঙ্কাজনক

জানাযায়, ঢাকা থেকে ট্রাকে (ঢাকা-মে-ন ২০-১৬৬১) মেরাজ ও তার বন্ধু সজীব বাড়ীর আসবাবপত্র ও ফার্নিচার নিয়ে রংপুর পীরগঞ্জের উদ্দ্যেশে রওনা হয়। শেরপুর উপজেলার শাহবন্দেগেী ইউনিয়নের হামছায়াপুর এলাকায় পৌছালে ঢাকা মুখী পাথর বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ট্রাকটি দুমড়ে মুচড়ে যায় এবং ট্রাক চালক শামীম হোসেন, নাজু মিয়া, সজীব হোসেন ও মেরাজ আহত হয়। তাদের স্থানীয়রা উদ্ধার প্রথমে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চালক শামীমের অবস্থা আশঙ্কাজন হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে শজিমেকে স্থানান্তর করে।

এ বিষয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ একেএম বানিউল আনাম বলেন, ট্রাক দুটি আটক করা হয়েছে। রংপুর গামী ট্রাকের ৪জন আহত হয়েছে এবং পাথর বোঝাই ট্রাকের ড্রাইভার ও হেলপার পালিয়ে গেছে।

সীমান্তবাংলা / ৩ সেপ্টেম্বর ২০২১