প্রবাসীদের এওয়ার্ড দেবে বাংলাদেশ কনস্যুলেট দুবাই।

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: অক্টোবর ১২, ২০২২

 

নিজস্ব প্রতিনিধি ;
প্রবাসী বাংলাদেশী রেমিট্যান্স যোদ্বাদের এওয়ার্ড দেয়ার ঘোষণা দিয়েছে দুবাই বাংলাদেশ কনসুলেট। বৈধপথে রেমিট্যান্স পাঠানোর অনুপ্রেরণা জোগাতে এ উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ দুবাই বাংলাদেশ হাইকমিশন। রেমিট্যান্সপ্রবাহ বাড়াতে দুমাস আগে স্থানীয় প্রবাসীদের রেমিট্যান্স এওয়ার্ড দেয়ার ঘোষণা দিয়েছিল সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশ কনস্যুলেট দুবাই।

সে লক্ষ্যে রেমিট্যান্স পাঠানোর প্রমাণসহ আবেদন করতে বলা হয়েছিল প্রবাসীদের। এরই মধ্যে এ পুরস্কার জিতে নিতে বহু প্রবাসী আবেদন করেছেন দুবাই বাংলাদেশ কনস্যুলেট বরাবর। যাচাই-বাছাইয়ের পর আগামী ১৯ নভেম্বর এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যদিয়ে নির্বাচিত ৪৫ প্রবাসী বাংলাদেশিকে এ রেমিট্যান্স অ্যাওয়ার্ড দেয়া হবে বলে জানা গেছে।

অনুষ্ঠানে যাদের পুরস্কার দেয়া হবে তাদের মধ্যে ব্যবসায়ী, নারী উদ্যোক্তা, প্রবাসী শ্রমিক, চিকিৎসক, ইঞ্জিনিয়ার ও সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবী রয়েছেন। অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি শেষ পর্যায়ে বলে জানিয়েছে বাংলাদেশ কনস্যুলেট দুবাই। তবে নাম প্রকাশে অনিচ্ছুক বেশ ক’জন প্রবাসীর মতে এ পুরষ্কার প্রশ্নবিদ্ধ হবে। কারন হিসেবে তারা বলছে বাংলাদেশ কন্স্যুলেট নিজেই দূর্নীতির আকড়া। স্বেচ্ছাচারিতা, স্বজনপ্রীতি সহ হাজারো অনিয়মের সাথে জড়িত বাংলাদেশের এই প্রতিষ্টানটি। সেই হিসেবে আসল প্রবাসীরা এই এওয়ার্ড পাবে কিনা তা নিয়ে তারা সংশয় প্রকাশ করেছেন।

এদিকে প্রবাসীরা বলছেন, বেশ কয়েকজন হুন্ডি কারবারি রেমিট্যান্স অ্যাওয়ার্ড গ্রহণের জন্য সাময়িকভাবে বৈধপথে টাকা পাঠিয়ে, তার প্রমাণপত্র দিয়ে বাংলাদেশ কনস্যুলেটে আবেদন করেছেন। পুরস্কার দেয়ার আগে তাই ভালোভাবে খোঁজখবর নেয়ার আহ্বান তাদের।