কক্সবাজার সৈকতে প্রবারণা পূর্ণিমায় উৎসবে মেতেছে পর্যটকেরা।

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: অক্টোবর ৯, ২০২২

 

নিজস্ব প্রতিবেদক ;
গতোকাল (৮ অক্টোবর ২০২২) বিশ্বের বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা উদযাপিত হয়েছে। প্রবারণা পূর্ণিমা উৎসবকে ঘিরে কক্সবাজার সৈকতে বৌদ্ধ সম্প্রদায় ছাড়াও দেশ বিদেশ থেকে আসা পর্যটকেরাও মেতেছে আনন্দে। সমুদ্র সৈকতে ওড়ানো হয়েছে রঙ-বেরঙের ফানুস।

উৎসব আয়োজনে ছিল ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিল্পীদের পরিবেশায় নৃত্যানুষ্টান। রাতে ফানুস উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিন আল পারভেজ।

উৎসব ঘিরে ছিল রাখাইন নৃত্য, নৌকার আদলে তৈরি ফানুস বাতি উত্তোলন, ধর্মীয় নাচ-গান, আলোচনা সভা ও আতশবাজি প্রজ্বলন।

শুক্রবার (৭ অক্টোবর) প্রবারণা পূর্ণিমা উপলক্ষে উৎসবের আয়োজন করে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিন আল পারভেজ।

কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক মং এ খেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. নাসিম আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিভীষণ কান্তি দাশ, সাংবাদিক জাহেদ সরওয়ার সোহেল।

পরে সৈকতের লাবণী পয়েন্টের জেলা প্রশাসকের উন্মুক্ত মঞ্চের সামনে শতাধিক ফানুস বাতি ওড়ানো হয়। এই বর্ণিল মুহূর্ত উপভোগ করেছেন সমুদ্রসৈকতে বেড়াতে আসা দেশি-বিদেশি পর্যটকরা।

কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক মং এ খেন বলেন, সাংস্কৃতিক কেন্দ্রের আয়োজনে এ উৎসব কক্সবাজারে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে। এখানে বৌদ্ধ ধর্মাবলম্বী ছাড়াও বিভিন্ন সম্প্রদায়ের লোকজন জড়ো হয়ে আনন্দ-উৎসবে মেতেছেন।

দেখে মনে হচ্ছে এ যেন সম্প্রীতির মেলবন্ধন। এখানে রাখাইন তরুণীদের নৃত্য, গান বাজনার আয়োজন করা হয়েছে। এতে স্থানীয়রা ছাড়াও দেশি-বিদেশি পর্যটকরা আনন্দ করছেন।