প্রধানমন্ত্রীর কার্য্যালয় অভিমুখে কালো পতাকা মিছিলের ঘোষনা দিয়েছে ছাত্র ইউনিয়ন

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: অক্টোবর ৫, ২০২০

শাহীন মঈনুদ্দীনঃ  সম্প্রতি ঘঠে যাওয়া নোয়াখালীর বেগমগঞ্জসহ সারাদেশে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে মঙ্গলবার (০৬ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে কালো পতাকা মিছিল করার ঘোষনা দিয়েছে বাাংলাদেশ ছাত্র ইউনিয়ন সহ প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো।

আজ সোমবার (০৫ অক্টোবর) সন্ধ্যায় ‘ধর্ষণের বিরুদ্ধে বাংলাদেশ’ ব্যানারে আন্দোলনকারীরা সমাবেশ থেকে এ ঘোষণা দেন।

এ ব্যপারে ছাত্র ইউনিয়নের ঢাকা মহানগর শাখার সভাপতি জহর লাল রায় গনমাধ্যমকে বলেন, আমরা সোমবার সকাল থেকেই রাজপথে ছিলাম। সন্ধ্যায় সিদ্ধান্ত নিয়েছি মঙ্গলবার সকাল ১১টায় আবারও আমরা শাহবাগের প্রজন্ম চত্বরে জমায়েত হয়ে সেখান থেকে সকাল সাড়ে ১১টা থেকে বেলা ১২টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে কালো পতাকা মিছিল করব।

এর আগে সকাল থেকে ধর্ষণের বিরুদ্ধে বাংলাদেশ ব্যানারে আন্দোলন ও লাঠি মিছিল করেন ছাত্র ইউনিয়নসহ সমমনা ছাত্র সংগঠনের নেতাকর্মীরা।

বিকেল সাড়ে ৪টার দিকে তারা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল শেষে শাহবাগের প্রজন্ম চত্বরে প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন তারা।

সমাবেশে বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়নের সভাপতি মেহেদী হাসান নোবেল ও সাধারণ সম্পাদক অনিক রায়, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি আল কাদেরী জয়, ছাত্র ইউনিয়নের ঢাকা মহানগর শাখার সভাপতি জহর লাল রায়, ছাত্র ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক লিটন নন্দী প্রমুখ।

 

(সীমান্তবাংলা/ ৫ অক্টোবর ২০২০)