প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে উখিয়া ছাত্রলীগের আনন্দ মিছিল

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২০

সীমান্তবাংলাঃ ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড বিধান রেখে নারী ও শিশু নির্যাতন দমন আইন মন্ত্রীসভায় অনুমোদন হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী কে ধন্যবাদ জানিয়ে উখিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মকবুল হোসাইন মিথুনের নেতৃত্বে বিশাল আনন্দ মিছিল ও পথসভা করেছেন উপজেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির নেতা-কর্মীরা।

সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড”মন্ত্রীসভায় এই অনুমোদন দেয়ায় প্রধানমন্ত্রী কে ধন্যবাদ ও সমর্থন জানিয়ে আজ বৃহস্পতিবার বিকাল ২.৩০ এর দিকে মকবুল হোসাইন মিথুনের নেতৃত্বে বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা উখিয়া শহীদ মিনার চত্বর থেকে বিশাল আনন্দ মিছিলটি উখিয়ার বিভিন্ন স্থান প্রদক্ষিন করে উখিয়া ষ্টেশন ছত্তরে অবস্থান নেয়।
সেখানে ছাত্রলীগ সভাপতি মকবুল হোসাইন মিথুনের জয় বাংলা স্লোগানে মুখরিত হয় পুরো উখিয়া উপজেলা।

প্রধানমন্ত্রী কে ধন্যবাদ জানিয়ে উক্ত সভায় সভাপতির বক্তব্য রাখেন উখিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মকবুল হোসাইন মিথুন।

বক্তব্যের শুরুতে মিথুন এই রায়ে সন্তুষ্ট সমর্থন করে প্রধানমন্ত্রী কে ধন্যবাদ জ্ঞাপন করে, বলেন বঙ্গবন্ধুর সোনার মাটিতে ধর্ষণকারীর কোনো স্থান নাই,সে যেই হউন না কেন ছাত্রলীগ সর্বদা এই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।মা বোনের ইজ্জতের রক্ষার্থে ছাত্রলীগ সর্বদা সোচ্চার থাকবে।
সমাবেশে আরও বক্তব্য রাখেন উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রাসেল উদ্দিন সুজন, উপজেলা যুবলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মাসুদ আমিন শাকিল।

মিছিলে আরও উপস্থিত ছিলেন উখিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি সাইদুল আমিন টিপু,রাজাপালং ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আলমগীর ফরিদ নিঝুম,সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন,ছাত্রলীগ নেতা লুৎফর রহমান কাজল,আবু বক্কর ছিদ্দিক,খোরশেদ আলম,ফাহিম মোর্শেদসহ আরও উপজেলার বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা।

(সীমান্তবাংলা/ শা ম/ ১৫ অক্টোবর ২০২০)