পেকুয়ায় একই পরিবারের চারজনকে পিটিয়ে আহত!

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: জুন ৬, ২০২৩

 

পেকুয়া প্রতিনিধিঃ
কক্সবাজারের পেকুয়ায় স্বামী স্ত্রীসহ একই পরিবারের চার জনকে পিঠিয়ে গুরুতর আহত করেছে স্থানীয় কয়েকজন সন্ত্রাসীরা।

০৫ জুন (সোমবার) বিকেল সাড়ে চারটা দিকে উপজেলা টইটং ইউনিয়ন হারকিলারদারা নামক এলাকার ঘটনা ঘটে।

এ ঘটনায় আহতরা হলেন একই এলাকার আলী হোসনের ছেলে জামাল উদ্দিন (৪৫) তাঁর স্ত্রী শাহনাজ বেগম(৩৮) মেয়ে সাদিয়া (১৫), ছেলে সাগর(১৮)। সাদিয়া ও সাগর দুইজনই স্কুল কলেজে পুড়ুয়া শিক্ষার্থী। তাঁদেরকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহত শাহনাজ বেগম বলেন, পারিবারিক কাজে আমি কক্সবাজার গিয়েছিলাম স্বামী বাইরে ছিলো আমি সন্ধ্যায় বাড়িতে এসে দেখি আমার বাড়ির চারপাশে দাও দাও করে আগুনের বিকট শব্দ শুনে আমার ছোট মেয়ের কাছ থেকে জিজ্ঞেস করলে তিনি বলেন এই আগুন নুরুল হোসেন দিয়েছেন।

পরবর্তী আমি যখন নুরুল কাদের কে গালমন্দ করি,তখন নুরুল হোসেন তার ছেলে এবং লালিত সন্ত্রাসী প্রায় ১৫-২০ এসে ধারালো অস্ত্রো দিয়ে আমাকে ও আমার স্বামী, স্কুল পড়ুয়া মেয়ে, কলেজ পড়ুয়া ছেলে ভীষণ ভাবে আঘাত করে তারা পালিয়ে যায়।
পরবর্তী এলাকাবাসি এসে আমাদেরকে উদ্ধার করে সিএনজি যোগে পেকুয়া স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে এবং তাদের পক্ষে থেকে আমাদের হত্যা হুমকি দিচ্ছে আমার পরিবার এখন তাদের ভয়ে আতংকে আছেন। আমি পেকুয়া থানা দৃষ্টি আকষর্ণ করছি এবং প্রশাসনের সহযোগিতা কামনা করি।

পেকুয়ার থানা ডিউটি অফিসার বলেন, আমরা বিষয়টি অবগত হয়েছি, তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।