পুলিশের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে রায়ট ড্রিল ও আর্মস হ্যান্ডেলিং প্রশিক্ষণ

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২১

 

পারভেজ মামুন”চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জে পুলিশ সদস্যদের যে কোন অস্থিতিশীল পরিস্থিতি মোকাবেলায় অধিকতর চৌকস ও অভ্যন্তরীণ সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে জেলা পুলিশ লাইন্সে শুরু হয়েছে রায়ট ড্রিল ও আর্মস হ্যান্ডেলিং প্রশিক্ষণ কর্মসূচি।
গত ১১ এপ্রিল বিকেল ৪ টার সময় চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ লাইন্স মাঠে প্রশিক্ষণ অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন, জেলা পুলিশ সুপার এসপি এএইচএম আবদুর রকিব, বিপিএম পিপিএম (বার)।
রায়ট ড্রিল ও আর্মস হ্যান্ডেলিং প্রশিক্ষণে পুলিশ সদস্যদের হাতে কলমে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। এ ছাড়াও কোন অপারেশনে পুলিশ সদস্য আহত হলে তাকে উদ্ধার করা ও অপারেশন সফলভাবে সম্পন্ন করার কৌশল শেখানো হয়।
উল্লেখ্য, করোনা পরিস্থিতিতে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ ৫ থানায় নিরলস ডিউটি পালন করে চলেছেন। মানুষকে সচেতন করতে দিনরাত কাজ করছে পুলিশ। চাঁপাইনবাবগঞ্জের পুলিশ, ডিবি পুলিশ, ডিএসবি, ট্রাফিক পুলিশ, সার্জেন্টসহ পুলিশের সকল ইউনিট যে কোন পরিস্থিতি মোকাবেলায় সদা প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন, এসপি এএইচএম আবদুর রকিব বিপিএম পিপিএম (বার)।

সীমান্তবাংলা/ শা ম/ ১৩ এপ্রিল ২০২১