পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর এমপি ঘুমধুম আসছেন

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: জুলাই ৩১, ২০২১

সীমান্ত বাংলা : আগামী ৫ আগষ্ট। এম‌পি সেদিন উপজেলার ঘুমধুমের তুমরু সহ বেশ কয়েকটি এলাকা পরিদর্শন করবেন। ক‌য়েক‌দি‌নের অ‌তিবৃ‌ষ্টির কার‌ণে সৃষ্ট বন‌্যায়‌ ক্ষতিগ্রস্থ মানু‌ষের ম‌ধ্যে ত্রাণ বিতরণ করবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার সালমা ফেরদৌস স্থানীয় গনমাধ‌্যমে জানান, মাননীয় মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি ৫ আগষ্ট সকাল ১১ টার দি‌কে বান্দরবান ‌জেলা সদর থেকে সরাসরি ঘুমধুম ইউনিয়নের বন্যায় ক্ষ‌তিগ্রস্থ‌্য কয়েকটি এলাকা পরিদর্শন শেষে ইউনিয়ন পরিষদ চত্বরে ত্রাণ বিতরণ করবেন। বিকেল ৩ টায় বান্দরবান ফিরে যাবেন

উল্লেখ্য, অ‌তিবৃ‌ষ্টির কার‌ণে সৃষ্ট বন‌্যায় নাইক্ষ্যংছড়ি উপজেলা সবর্ত্র বন্যা কবলিত হয়ে পড়ে। ৩দিনের বন্যার পানিতে পুরো এলাকা পা‌নি‌তে নিম‌জ্জিত হ‌য়ে পড়ে।

সীমান্তবাংলা/৩১জুলাই২১/মউ