পাথর নিক্ষেপে হত্যার ভয়ে আফগান নারীর আত্মহত্যা।

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২২

 

ইন্টারন্যাশনাল ডেস্ক নিউজ ;
বাড়ী ছেড়ে পালানোর কারনে তালেবানরা পাথর নিক্ষেপ করে হত্যা করতে পারেন, এই ভয়ে আত্মহত্যা করেছেন আফগানিস্তানের ঘোর প্রদেশের এক নারী।
স্থানীয় তালেবানের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম।

খামা প্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, এক বিবাহিত লোকের সঙ্গে ওই নারী গত শুক্রবার বাড়ি ছেড়ে পালান। এর জেরে তালেবান কর্তৃপক্ষ ওই নারীকে পাথর নিক্ষেপের পরিকল্পনা করেন। প্রকাশ্যে এমন অপমানের ভয়ে ওই নারী আত্মহত্যা করেছেন।

দেশটির কর্মকর্তারা বলেছেন, ওই নারী যে বিবাহিত লোকের সঙ্গে পালিয়েছেন গত ১৩ অক্টোবর তার মৃত্যুদণ্ড দেয়া হয়েছে।

ঘোরের তালেবানের প্রাদেশিক পুলিশ প্রধানের ভারপ্রাপ্ত মুখপাত্র আবদুর রহমান বলেন, নারী কয়েদিখানার অভাবে ওই নারীকে প্রকাশ্যে পাথর নিক্ষেপের শাস্তি আরোপ করা হয়েছিল। তালেবানের নিরাপত্তা কর্মকর্তার মতে, ওই নারী এমন শাস্তি পাওয়ার আগেই গলায় ওড়না দিয়ে আত্মহত্যা করেছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি আফগানিস্তানের বিভিন্ন প্রদেশ থেকে নারীদের বাড়ি ছেড়ে পালানোর ঘটনা বেড়েছে। অন্যদিকে তালেবান কর্তৃপক্ষও তাদের প্রকাশ্যে পাথর নিক্ষেপ বা বেত্রাঘাত করার রীতি চালু রেখেছে।