পরিবহন মালিক সমিতির ঘোষনা, হরতালে বাস চলবে।

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: মার্চ ২৭, ২০২১

সীমান্তবাংলা নিউজ ডেস্কঃ
ভারতের প্রধানমত্রী নরেন্দ্র মোদিবিরোধী বিক্ষোভে হেফাজতে ইসলামের কর্মী নিহতের ঘটনায় রোববার (২৮ মার্চ) সারা দেশে হরতাল ডেকেছে সংগঠনটি। এদিকে, হরতালের দিন ঢাকাসহ সারা দেশে বাস চলাচল স্বাভাবিক রাখার ঘোষণা দিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি।

শনিবার (২৭ মার্চ) সকালে সমিতির কার্যালয়ে আলোচনা করে এ সিদ্ধান্ত নিয়েছেন বাস মালিকরা।

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ সময় সংবাদকে জানান, রোববার ঢাকা থেকে সারা দেশে যান চলাচল স্বাভাবিক থাকবে। ঢাকা থেকে সব আন্তঃজেলা বাস যথা সময়ে ছাড়বে। সব বাস মালিকদের সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হেফাজতের হরতাল বাস চলাচলে কোনও প্রভাব ফেলবে না বলেও জানান তিনি।

ওই সভায় নেতারা জানান, তারা পরিবহন ব্যবসায়ী হয়ে হরতালে গাড়ির চাকা বন্ধ রেখে লোকসান গুনতে চান না। তাই তারা বাস চলাচল স্বাভাবিক রাখবেন।
এর আগে শুক্রবার (২৬ মার্চ) এক ভিডিও বার্তায় শনিবার (২৭ মার্চ) দেশব্যাপী বিক্ষোভ এবং রোববার (২৮ মার্চ) হরতাল কর্মসূচি ঘোষণা করেন হেফাজত ইসলামের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী।

সীমান্তবাংলা/ ২৭ মার্চ ২০২১