নোয়াখালীর ফেনীতে স্বর্ণের বার ডাকাতির মামলায় ওসি সাইফুল সহ ৬ জন গ্রেফতার

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: আগস্ট ১১, ২০২১

ডেস্ক নিউজ ;
চট্টগ্রামের এক স্বর্ণ ব্যবসায়ীর স্বর্ণের ২০টি বার আত্মসাতের অভিযোগে ফেনী গোয়েন্দা পুলিশের ওসি সাইফুল ইসলাম ভূঁইয়া ও ৩ এসআই এবং ২ এএসআই সহ মোট ছয়জনকে আটক করেছে জেলা পুলিশ।

তাদের বিরুদ্ধে ফেনী মডেল থানায় ডাকাতি মামলা হয়েছে। পুলিশ ১৫ টি বার উদ্ধার করেছে।

আটককৃত অন্যান্যরা হলেন- উপ-পরিদর্শক মোতাহের হোসেন, মিজানুর রহমান ও নুরুল হক এবং সহকারী উপ-পরিদর্শক অভিজিত বড়ুয়া ও মাসুদ রানা।

ফেনীর পুলিশ সুপার খন্দকার নুরুন্নবী জানান, গত রবিবার বিকেলে চট্টগ্রাম থেকে ঢাকার পথে যাওয়ার সময় স্বর্ণ ব্যবসায়ী গোপাল কান্তি দাস ফেনী ফতেহপুর রেলক্রসিং এলাকায় পৌঁছালে ডিবি পুলিশের সদস্যরা তার থেকে স্বর্ণের বারগুলো নিয়ে যায়। পরে গোপাল দাস ফেনীর পুলিশ সুপারের কাছে লিখিতভাবে অভিযোগ করলে পুলিশ তাদেরকে শনাক্ত করে চারজনকে প্রাথমিকভাবে আটক করে। পরবর্তীতে তার জবানবন্দিতে আরও দু’জনকে আটক করে। পুলিশ সুপার জানায় তাদের কাছ থেকে ১৫ টি স্বর্ণের বার উদ্ধার করে বাকি পাঁচটির ব্যাপারে পুলিশ তদন্ত করছে।

পুলিশ সুপার আরও জানান, স্বর্ণের বারগুলো বৈধ অথবা অবৈধ কিনা সেটি তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে বলা যাবে।

সীমান্তবাংলা / ১১ আগষ্ট ২০২১