নীলফামারীর ডিমলায় অসহায় মানুষদের মাঝে কম্বল বিতরণ

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২২

নূর মোহাম্মদ সুমন, নীলফামারী প্রতিনিধি:

প্রচণ্ড শীত গ্রাস করেছে উত্তরবঙ্গের নীলফামারী জেলার তিস্তা পারের অসহায় মানুষকে। জানুয়ারী মাস আসাতে যেনো বেড়েছে শীত ফলে কষ্টে জীবন যাপন করতেছে সমাজের অসহায় দরিদ্র মানুষ।

এই শীতকে কেন্দ্র করে বৃস্পতিবার (০৬ই জানুয়ারী) ডিমলা উপজেলার ডালিয়া নতুন বাজারে অসহায় হতদরিদ্র ৫০০মানুষের মাঝে কম্বল বিতরণ করেন স্থানীয় সংগঠন ডালিয়া ছাত্র স্মৃতি ক্লাব। নিজ অফিস এ উদ্বোধন করে বাড়ি বাড়ি বিতরণ করেন তারা।

উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে সোহাগ সরকার এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন তোজাম্মেল হক।

এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন ডালিয়া ছাত্র স্মৃতি ক্লাবের সভাপতি আমিনুর রহমান, মোস্তাফিজুর রহমান, রাসেল ট্যুর এন্ড ট্রাভেলস এর প্রতিষ্ঠাতা ও পরিচালক রাসেল কাজী, আহসান হাবিব, আব্দুল লতিফ, ডা: মাসুদ রানা সরকার, আব্দুস সাত্তার সরকার, শাহআলী মিয়া প্রমুখ।এছাড়াও উপস্থিত ছিলেন ডালিয়া ছাত্র স্মৃতি ক্লাবের সকল সদস্যবৃন্দ।

উল্লেখ্য যে ডালিয়া ছাত্র স্মৃতি ক্লাব প্রতিষ্ঠিত হয়েছে ২০০৯ সালে।তখন থেকেই সমাজের মানুষের জন্য কাজ করে যাচ্ছে ডালিয়া ছাত্র স্মৃতি ক্লাব।

সীমান্তবাংলা/রম/০৬ জানুয়ারি ২০২২