নিলয় কক্সের পেইজবুক আইডি থেকে সাজানো কাহিনীর তীব্র প্রতিবাদ

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: মে ২৪, ২০২১

 

বার্তা পরিবেশক

গত ২১ মে প্রচারিত অধির রঞ্জন জলদাশ’র নিজস্ব আইডি নিলয় কক্স থেকে প্রচারিত তাকে ছুরিকাহতের চেষ্টা দস্তাদস্তিতে তার হাত কেটে যাওয়া ও মাথায় আঘাত পাওয়ার নানা তথ্য মিথ্যা, বানোয়াট ও সাজানো নাটক।মূলত অধির জকদাশ নিলয় নিজ অপকর্ম ঢাকতে সস্তা করুনা আদায়ে তার কাকার পরিবারের সকলের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালিয়েছে মাত্র।ঐ দিন সন্ধ্যায় অধির ও তার কাকার পরিবারের মধ্যে সৃষ্ট জায়গা জমি সংক্রান্ত বিরোধ নিরশনে উভয় পক্ষের অনুরোধে ঈদগাহ থানার অভ্যন্তরে বৈঠক চলছিল।ঠিক তখনই তার কাকাতো বোন রচনা পানির তৃষ্ণা নিবারনে বৈঠক থেকে উঠে থানার গেইট সংলগ্ন দোকানে আসার মূহুর্তে অপপ্রচারকারী অধীর জলদাশ( নিলয়) তাকে কিল ঘুষিতে আঘাত করতে থাকে।নিলয়ের প্রতিহিংসা ও জিঘাংসা চরিতার্থ করার এমন সন্ত্রাসী কর্মকাণ্ড স্হানীয় জনসাধারণ ও থানার উর্ধ্বতন কর্মকর্তারাও থানায় প্রবেশের সময় স্বচক্ষে দেখেন।তাদের উপস্থিতি ও দেখার কারণে রচনা জলদাশ তার চাচাতো ভাইয়ের চরম আক্রোশ থেকে জীবনে রক্ষা পান।যদিও নিলয়ের বেদম প্রহারে রচনার শরীরের বিভিন্ন স্হানে ফুলা জখম হয়।কিন্তুু রচনার উপর এমন পাশবিক হামলার দায় থেকে মুক্ত হতে সুচতুর নিলয় তার পেইজবুক আইডিতে তাকে রচনা ও তার পিতা অজিত সহ পরিবারের সবাই হামলা করেছে বলে উল্টো মিথ্যা অপপ্রচারে লিপ্ত হয়।এমনকি তার আইডিতে শেয়ার দেয়ার অাকুতিও জানায়।অথচ তার দেয়া ঘটনার বর্ণনাও উদর পিন্ডি বুদোরঘাড়ে চাপানোর সমান।এ সময় রচনার পরিবারের অন্যরা থানার অভ্যন্তরে শালিশ বৈঠকেই ছিলেন।নিলয়ের এ সব ভৌতিক গাল গল্প মিথ্যার বেসাতি।নিজ শরীরে রং সং মেখে ব্যান্ডেজ পড়লে গুরুতর আহত হওয়া যায়না এটা নিলয়ের জানা উচিত।শালিশ বৈঠকে ও থানার মামলায় নিজের পরাজয় আঁচ করতে পেরে অধির জলদাস সিনেমার নাটকের ভান ধরেছেন। এটি হালের আলোচিত চরিত্র এসপি বাবুল আক্তার নাটককেও হার মানায়।নিজের অপকর্ম ধামাচাপা দিতে ও আইনী শালিশে নিজের আখের গোছানোর এমন অপচেষ্টা আহম্মুখের কাজ বটে।কল্পিত নাটকে সস্তা করুণা আদায় করা যায় না প্রশাসনের কাছ থেকে।তাই অধির জলদাস নিলয়ের সামাজিক যোগাযোগমাধ্য ব্যবহারে মিথ্যার বেসাতির ঘৃন্য অপচেষ্টার তীব্র প্রতিবাদ জানিয়ে প্রকৃত তথ্যের ভিক্তিতে তার বিরুদ্ধে আইনী ব্যবস্হা কামনা করছি এবং নিলয়ের উদ্বট তথ্যে বিভ্রান্ত হয়ে শেয়ারকারীদের তাদের প্রতিক্রিয়া প্রত্যাহার করার সনিবদ্ধ অনুরোধ জানাচ্ছি।
প্রতিবাদকারী
অজিত জলদাশ
ও তার পরিবার বর্গ
সাং-বোয়ালখালী(জলদাশ পাড়া)
ইসলামাবাদ, ঈদগাহ