নাইক্ষ্যংছড়ির ঘুমঘুমে ১৯১০ পিস ইয়াবাসহ আটক-১ মোটর বাইক জব্দ

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: জুলাই ১০, ২০২১

 

এম.এ.রহমান সীমান্ত,উখিয়া;

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ ( ওসি) মুহাম্মদ আলমগীর হোসেনের এর সার্বিক দিকনির্দেশনায়,ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পুলিশ পরিদর্শক) দেলোয়ার হোসেনের নেতৃত্বে ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত এসআই আল আমিন,
এএসআই মোঃ রবিউল সহ সঙ্গীয় ফোর্স ৯ জুলাই দিবাগত রাত ১০ টা ২০ মিনিটের সময় ঘুমধুম ইউপিস্থ কচুবনিয়ার সুনীল বড়ুয়ার বাড়ীর সামনে পাকা রাস্তার উপর চেকপোষ্টে ডিউটি কালে ১৯শত পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয়েছে।এসময় নাম্বারবিহীন একটি টিভিএস মোটর সাইকেল জব্দ করা হয়।আটক রবি উল্লাহ(২৯) রামু উপজেলার নোনাছড়ির পূর্ব মোরাপাড়ার বাসিন্দা জাগের হোসেনের ছেলে।

এ সংক্রান্তে নাইক্ষ্যংছড়ি থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা রুজু হয় বলে নিশ্চিত করেছেন ওসি মুহাম্মদ আলমগীর হোসেন।

সীমান্তবাংলা / ১০ জুলাই  ২০২১