নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২২

মো: খায়রুল ইসলামঃ
নরসিংদীর রায়পুরা উপজেলায় রেললাইন ধরে হাঁটার সময় আন্তনগর কালনী এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক নারীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মেথিকান্দা রেলস্টেশনের অদূরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই নারীর আনুমানিক বয়স ৩৫। দুর্ঘটনার সময় তিনি রেললাইন ধরে হাঁটছিলেন। তাঁর নাম-পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে রেলওয়ে পুলিশ।

রেলওয়ে পুলিশ জানায়, সিলেট থেকে ছেড়ে আসা আন্তনগর কালনী এক্সপ্রেস ট্রেনটি ঢাকার দিকে যাচ্ছিল। মেথিকান্দা রেলস্টেশন অতিক্রমের পর বেলা সাড়ে ১১টার দিকে ওই নারী ট্রেনটির নিচে কাটা পড়েন। এতে তিনি ঘটনাস্থলে নিহত হন। তাঁর পরনে ছিল হলুদ রঙের সালোয়ার ও লাল রঙের জামা। ঘটনাস্থলে উপস্থিত একজন প্রত্যক্ষদর্শী জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে ঘটনাটি জানান। খবর পেয়ে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক সাইফুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে নিহত নারীর লাশ উদ্ধার করেন।

বেলা দেড়টার দিকে সুরতহাল প্রতিবেদন তৈরির পর লাশ নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসার প্রস্তুতি চলছে। পুলিশ বলছে, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যদের খবর দেওয়া হয়েছে। তাঁরা এসে আঙুলের ছাপ নেওয়ার পর নিহত নারীর লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক সাইফুল ইসলাম বলেন, রেললাইন ধরে হাঁটার সময় আন্তনগর কালনী এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়েছে। তাঁর নাম-পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে।