নরসিংদী মডেল কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: নভেম্বর ২১, ২০২২

মো: খায়রুল ইসলামঃ

নরসিংদী মডেল কলেজে গত শনিবার দু-পর্বে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নরসিংদী মডেল কলেজ আয়োজিত অভিভাবক সমাবেশ প্রথম পর্বে ছাত্রদের ও দ্বিতীয় পর্বে ছাত্রদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। অভিভাবক সমাবেশে সভাপতিত্ব করেন কলেজ পরিচালনা পর্ষদ এর সভাপতি মাহবুবুর রহমান মোল্লা। বক্তব্য রাখেন কলেজের রেক্টর প্রফেসর মোহাম্মদ আলী। স্বাগত বক্তব্য রাখেন নরসিংদী মডেল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ কামরুল ইসলাম। বক্তব্য রাখেন এ কলেজের সাবেক সভাপতি মোঃ ওমর ফারুক, পরিচালক মোঃ আতিকুল ইসলাম, আহমাদ হোসাইন ফকির, মোঃ যাকারিয়া প্রধান, ট্রেজারার মোস্তফা আল আমিন, শিক্ষকদের মধ্যে থেকে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, কিবরিয়া ভূইয়া, তানভীর আহমেদ, নাসিমা আক্তার, মঈনুল ইসলাম মিরু, মুজাহিদুল ইসলাম। অভিভাবক এর পক্ষ থেকে বক্তব্য রাখেন আশরাফুল ইসলাম জাবির এর পিতা মোঃ মোতাহার হোসেন। যে সকল শিক্ষার্থীরা প্রথম বর্ষের সমাপনী পরীক্ষায় মেধাস্থান অর্জন করেছে তারা হলেন, ব্যবসায়ী শিক্ষা বিভাগের প্রথমস্থান অর্জন করেছে মোঃ রিয়াতুল ইসলাম রাব্বি, দ্বিতীয় স্থান অর্জন করেছে মুনতাহা ইসলাম এশা, তৃতীয় স্থান অর্জন করেছে সৃজন সাহা। মানবিক বিভাগে প্রথম হয়েছে লামইয়া সরকার, দ্বিতীয় সাদিয়া আক্তার ও তৃতীয় রাবেয়া আক্তার। বিজ্ঞান বিভাগে প্রথম হয়েছে জান্নাতি আক্তার, দ্বিতীয় ইজমা সুলতানা ও তৃতীয় মাহমুদুল হাসান শিহাব।
কলেজের রেক্টর, সভাপতি, অধ্যক্ষ, পরিচালক, শিক্ষক ও অভিভাবকগত অত্যান্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। তারমধ্যে কলেজের অধ্যক্ষ কামরুল ইসলাম বলেন, আমরা ছাত্র-ছাত্রীদেরকে তার পড়ালেখা ভাল করার জন্য ও ভাল মানুষ হওয়ার জন্য অত্যান্ত চেষ্টা করে থাকি। আমরা এ ব্যাপারে অত্যান্ত কঠোর হই, তবে নিষ্ঠুর হইনা। আপনারা অভিভাবকরাও কঠোর হবেন, মোবাইল ফোন সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে পড়ালেখা ভাল করার জন্যই কিনে দিয়েছিলেন আপনাদের সন্তানদেরকে। এখন তাদের মোবাইল ফোনের কোনো প্রয়োজন নেই। এখন পড়ালেখা ভাল করার জন্য তাদের নিকট থেকে মোবাইল ফোন নিয়ে নেন। কারণ এ মোবাইল ফোনের মাধ্যমে তারা এখন বিপথগামী হচ্ছে।