নরসিংদীতে গুলিবিদ্ধ হয়ে নিহত ১

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২২

মো: খায়রুল ইসলাম :

নরসিংদীর রায়পুরার চরাঞ্চলের বাঁশগাড়ি ইউনিয়নে আধিপত্য নিয়ে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ হয়ে হায়দার আলী ওরফে সবুজ (২৮) নামে একজন নিহত হয়েছেন। রোববার বিকাল সাড়ে ৪টার দিকে বাঁশগাড়ি বাজারে এই হামলার ঘটনা ঘটেছে।

বাঁশগাড়ী তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ পরিদর্শক মীর মাহাবুব এই তথ্য নিশ্চিত করেছেন।

নিহত হায়দার আলী ওরফে সবুজ (২৮) বাঁশগাড়ি ইউনিয়নের চান্দেরকান্দি এলাকার কালাকাজী বাড়ির হানিফ মিয়ার ছেলে ও বর্তমান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাকির হাসান রাতুলের সমর্থক। সবুজ বাঁশগাড়ি বাজারে ইজিবাইকের সিরিয়ালম্যান হিসেবে কাজ করতেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বর্তমান চেয়ারম্যান জাকির হাসান রাতুল ও সাবেক চেয়ারম্যান আশরাফুল হক গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। গত ৩ ডিসেম্বর পার্শ্ববর্তী মির্জারচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান যুবলীগ নেতা জাফর ইকবাল মানিককে গুলি করে হত্যার পর থেকে বাঁশগাড়ির সাবেক চেয়ারম্যান আশরাফুল হকের সমর্থকরা এলাকা ছেড়ে যায়।

রোববার তারা বাঁশগাড়ি এলাকায় ফিরে অস্ত্রশস্ত্র নিয়ে বর্তমান চেয়ারম্যান জাকির হাসান রাতুলের সমর্থকদের এলাকা ছাড়া করার জন্য হামলা শুরু করে। এসময় বর্তমান চেয়ারম্যান জাকির হাসান রাতুলের কিছু সমর্থক এলাকা ছেড়ে পালিয়ে যায়।

পরে আশরাফুল হকের সমর্থকরা বাঁশগাড়ি বাজারে গিয়ে জাকির হাসান রাতুলের সমর্থক ইজিবাইক সিরিয়ালম্যান হায়দার আলী ওরফে সবুজকে গুলি করে। এসময় তাদের এলোপাতারি গুলিতে ৫ জন আহত হয়। গুরুতর আহতাবস্থায় গুলিবিদ্ধ সবুজকে উদ্ধার করে নরসিংদীর ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যা পৌণে ৭ টায় কর্তব্যরত চিকিৎসক শেলি রানী দাম তাকে মৃত ঘোষণা করেন। আহত বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও উত্তেজনার খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশসহ পুলিশ সদস্যরা এলাকায় অবস্থান নিয়েছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
###