বিএনপি কার্যালয় থেকে রিজভী, আমানসহ বিএনপির শতাধিক নেতাকর্মী আটক।

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২২

সীমান্তবাংলা ডেস্ক নিউজ 

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী-আমান উল্লাহ আমানসহ শতাধিক নেতাকর্মীকে পুলিশ তুলে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (৭ ডিসেম্বর) বিকেল ৫টা ২০ মিনিটের দিকে বিপুল সংখ্যক পুলিশ বিএনপি কার্যালয়ে প্রবেশ করে তাদের বের করে নিয়ে আসে। পরে রিজভীসহ অন্যদের পুলিশ ভ্যানে তুলে নিয়ে যেতে দেখা গেছে।

দলীয় কার্যালয় থেকে আটক করে নিয়ে যাওয়ার সময় প্রিজন ভ্যানেই স্লোগান দিচ্ছিলেন বিএনপির নেতাকর্মীরা। প্রিজন ভ্যানে কর্মীদের ওঠানোর সময় হাত দিয়ে সবাই ‘ভি’ চিহ্ন দেখাচ্ছিলেন।

আটক নেতাকর্মীরা বলেন, দেশকে একটি কারাগারে পরিণত করেছে সরকার। মানুষ তার নিজের কথা রাস্তায় এসে বলতে পারছে না। মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে সরকার। আমাদের অন্যায়ভাবে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে।

নেতাকর্মীরা আরও বলেন, আমাদের জেলে ঢুকিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না। এই স্বৈরাচার সরকারের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে খুব বেশিদিন জেলের ভেতরে আমাদের আটকে রাখতে পারবে না। আমরা বের হয়ে আবার আন্দোলন শুরু করবো।

সমাবেশ বন্ধ করতে এমন অভিযান চালানো হচ্ছে অভিযোগ করে আটক নেতাকর্মীরা বলেন, যতই গ্রেপ্তার নির্যাতন চালানো হোক ১০ ডিসেম্বরের সমাবেশ বানচাল করা যাবে না। সমাবেশ হবে।