দুই দফা দাবিতে ডিপ্লোমা মেরিন ইঞ্জিনিয়ারিং ছাত্র পরিষদের সংবাদ সম্মেলন।

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: জুন ১, ২০২৩

 

নিজস্ব প্রতিবেদক :

অফিসার সিডিসির দাবীসহ দুই দফা দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিডিসি কমিটি অব আই এমটির সভাপতি, মেহেদী হাসান।

বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলোজির শিক্ষার্থীরা। গত ৭ই মার্চ, ২০২৩ ইং তারিখে নৌ পরিবহণ অধিদপ্তর এবং ৩০ এপ্রিল ২০২৩ ইং তারিখে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো কর্তৃক প্রকাশিত সার্কুলারের মাধ্যমে ইনস্টিটিউট অব মেরিন টেকনোলোজি থেকে পাশকৃত ডিপ্লোমা মেরিন ইঞ্জিনিয়ারদের রেটিংস সিডিসি প্রদানের নির্দেশনা দেওয়া হয়।

উক্ত নির্দেশনার ফলে হতাশায় ভেঙ্গে পড়ে এসকল ইনস্টিটিউটের শিক্ষার্থীগণ। মানব বন্ধনে তারা জানান যে, তাদের ন্যায্য দুই দফা দাবী আদায়ে সহযোগিতা না করা হলে তারা খুব শীঘ্রই প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের সম্মুখে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করবে।