ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রশস্ত্র সহ ৭ জন রোহিঙ্গা ডাকাত

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: জুন ১৩, ২০২২

 

এম. এ. রহমান সীমান্ত;

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতির প্রস্তুতিকালে ৭ জন রোহিঙ্গা ডাকাতকে আটক করেছে ১৪ এপিবিএন আর্মড পুলিশ ব্যাটালিয়ন।
১৩ জুন রাত ১ টা১৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে এস আই সুভাষ চন্দ্র ব্যানার্জী সঙ্গীয় ফোর্স সহ রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের বি- ব্লক শেড নং- ৩২ রুম নং ১ এর উওর পাশের গোলঘরের ভিতর থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন

। নূরুল আমিন(২৭), পিতা- মৃত বনি আমিন, এফসিএন-১৩৪৬৭২, ব্লক-ডি, ক্যাম্প-২/ইস্ট, মোঃ আয়াস(২৩) পিতা- সৈয়দ আলম, এফসিএন-১৪৫২৩৬, ব্লক-ডি, ক্যাম্প-২/ইস্ট, মোহাম্মদ আলম(৩৮), পিতা- মোহাম্মদ সিদ্দিক, এফসিএন-২৬৯৯০৬, আবুল কালাম(৩৫), পিতা- আবুল ফয়েজ, এফসিএন-২৫৯৫৯৯, উভয় ক্যাম্প-২০ ব্লক-এস-৩ বি, নূর আলম(৪৪) পিতা- রসিদ আহম্মদ, এফসিএন-১৪৪২৯৮, ব্লক-ডি/৪, ক্যাম্প-১/ইস্ট,জাহিদ আলম(২৮) পিতা-জালাল আহম্মদ, এফসিএন-১৪৪৪২৭, ব্লক-এফ/১২, ক্যাম্প-১/ইস্ট ও সৈয়দ আলম(২৪) পিতা-নীর আহম্মদ,এফসিএন-২৯৫৮৩৮, ব্লক-এফ/১৪, ক্যাম্প-৪,

উদ্ধারকৃত আলামত । একটি কাঠের হাতল যুক্ত দা, যাহার কাঠের বাটসহ দৈর্ঘ্য ২৭.৫ ইঞ্চি, একটি কাঠের হাতল যুক্ত ছুরি, একটি কাঠের হাতল যুক্ত দা, যাহার কাঠের বাটসহ দৈর্ঘ্য ২৬ ইঞ্চি, একটি কাঠের হাতল যুক্ত দা, যাহার কাঠের বাটসহ দৈর্ঘ্য ২৩ ইঞ্চি, ৫। একটি কাঠের হাতল যুক্ত দা, যাহার কাঠের বাটসহ দৈর্ঘ্য ২২.৫ ইঞ্চি, ৬। একটি রড দিয়ে তৈরী লোহার শাবল, একটি কাঠের হাতল যুক্ত দা, যাহার কাঠের বাটসহ দৈর্ঘ্য ২১ ইঞ্চি,একটি কাঠের হাতল যুক্ত ছুরি, যাহার কাঠের বাটসহ দৈর্ঘ্য ১৮ ইঞ্চি।

১৪ এপিবিএন এর পুলিশ সুপার নাইমুল হক নিপু বিষয়টি নিশ্চিত করে বলেন,ধৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।