টেকনাফ ২ বিজিবি’র অধিনায়ক  লে.কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার কে রাজকীয় বিদায়

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: মার্চ ২২, ২০২৩

 

ইব্রাহীম মাহমুদ, টেকনাফ

কক্সবাজারের টেকনাফের ২বিজিবি ব্যাটালিয়নের সফল অধিনায়ক লেঃ কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার ২২মার্চ বুধবার নারায়ণগঞ্জ ৬২ বিজিবিতে যোগদানের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন।
বর্তমানে দায়িত্ব পালন করছেন টেকনাফ ২বিজিবির নবাগত অধিনায়ক লে.কর্ণেল মোহাম্মদ মহিউদ্দিন আহমদ।তিনি ইতিপূর্বে বাংলাদেশ সেনাবাহিনীসহ সরকারী বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে সফলতা অর্জন করায় তাঁকে বহুল আলোচিত সীমান্ত শহর উপজেলা টেকনাফের দায়িত্ব পালন করার জন্য নিযুক্ত করেছেন বলে জানা গেছে।
টেকনাফ ২ব্যাটালিয়নে প্রায় সাড়ে ১ বছর দায়িত্বপালনকালে দক্ষতা, সাহসিকতা ও চৌকস অভিজ্ঞ অফিসারের স্বিকৃতি এবং সাধারন মানুষের পাশাপাশি প্রশাসনসহ সর্বস্থরে প্রচুর সম্মান ও সুনাম অর্জন করেন।দেশের সর্ব দক্ষিণ সীমান্ত শহর টেকনাফ উপজেলার করুন মুহুর্তে নিজস্ব যোগ্যতা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সীমান্তের পরিস্থিতি স্বাভাবিক রাখতে সক্ষম হন।টেকনাফ উপজেলার সর্বস্থরের মানুষ লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার কে একজন সৎ ও ন্যায় পরায়ন অফিসার হিসাবে জানতেন।