টেকনাফ মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে মানবপাচার, অপহরণ ,চুরি, পরোয়ানাভুক্ত আসামিসহ আটক-২২

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: নভেম্বর ৩, ২০২২

 

ইব্রাহীম মাহমুদ, টেকনাফ

কক্সবাজারের টেকনাফ মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে মানবপাচার, অপহরণ ,চুরি, পরোয়ানাভুক্ত আসামিসহ আটক- ২২ আসামি কে
আটক করা হয়েছে।
বুধবার (২ অক্টোবর) বিকেলে এ তথ‍্য নিশ্চিত করে, টেকনাফ মডেল থানার (ওসি) আব্দুল হালিম বলেন,
কক্সবাজার জেলার মাননীয় পুলিশ সুপার,
মোঃ মাহফুজুল ইসলাম, পিপিএম (বার), মহোদয় এর নির্দেশক্রমে, অতিরিক্ত পুলিশ সুপার, উখিয়া সার্কেল,মোঃ শাকিল আহমেদ, বিপিএম মহোদয় এর সার্বিক তত্ত্বাবধানে এবং অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হালিম এর নেতৃত্বে কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মানব পাচারের সাথে জড়িত ০১ জন সন্দিগ্ধ আসামী ১। হায়দার আলী (৩৬), পিতা-আবদুর রহিম, সাং- মহেশখালীয়া পাড়া, ৬নং ওয়ার্ড, টেকনাফ সদর ইউপি, অপহরণ মামলার ০১ জন এজাহার নামীয় আসামী ২। আব্দুল জলিল (২৫), পিতা- আব্দুল হাকিম, মাতা-ছখিনা খাতুন, সাং- নাইক্ষ্যংখালী, মৌলভী বাজার, ০২নং ওয়ার্ড, হ্নীলা ইউপি, চুরির সাথে জড়িত ০১ জন সন্দিগ্ধ আসামী ৩। মোঃ ইউনুছ (১৯), পিতা-রফিকুল ইসলাম, মাতা-হাজেরা বেগম প্রকাশ বৈদ্যনী, সাং-পুরান পল্লান পাড়া, ২নং ওয়ার্ড, টেকনাফ পৌরসভা, পুলিশ এ্যাসল্ট মামলায় ০৪ জন সন্দিগ্ধ আসামী ৪। আনোয়ারা সাদেক প্রকাশ সেলিম (২০), পিতা-আনু মিয়া প্রকাশ নাগু, ব্লক-ডি, শেড-৭৪৯/৪, এমআরসি-৩৩৯৮৩, ৫। আবুল হোসেন (২১), পিতা-মৃত আমিন প্রকাশ মোহাম্মদ, ব্লক-ডি, শেড-৭৫৮/১,২, এমআরসি নং-২৭০৫৩, ৬। নুরুল আমিন (২০), পিতা-আব্দুল জলিল, ব্লক-বি, শেড-৭৪৯/২,এমআরসি-৬১২৮৭, সর্ব সাং-নয়াপাড়া, রেজিঃ রোহিঙ্গা ক্যাম্প, ৭। মোঃ ছলিম (২১), পিতা-আবুল বশর, ব্লক-বি, সর্ব থানা-টেকনাফ, সাং-কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প, থানা-উখিয়া, ১২ (বার) টি জিআর ওয়ারেন্টভুক্ত আসামী যথাক্রমে ৯। মোঃ ইব্রাহীম, পিতা-হোসাইন, মাতা-মোমেনা খাতুন, সাং-নোয়াখালী পাড়া, ৯নং ওয়ার্ড, বাহারছড়া ইউপি, ১০। জসিম উদ্দিন (২৬), পিতা- মৃত মোঃ ইসমাইল, সাং- দরগাপাড়া, হ্নীলা ইউপি, ১১। জাফর আলম (২৮), পিতা- জহির আহম্মদ, সাংগ- পুরান পল্লান পাড়া (২টি ওয়ারেন্ট), ১২। মোঃ জাকারিয়া (২৭), পিতা- মৃত রহমত উল্লাহ, সাং-নাইট্যংপাড়া, ১নং ওয়ার্ড, টেকনাফ পৌরসভা, ১৩। সানজিদা বেগম, স্বামী-বশির আহমদ, সাং-কে কে পাড়া, ১৪। লাল মিয়া (৪৮), পিতা-মৃত নাজির হোসেন, সাং-শাহপরীর দ্বীপ, উত্তর পাড়া, ৮নং ওয়ার্ড, ১৫। জালাল উদ্দিন (৩০), পিতা-মৃত নুর আহমদ, সাং-পূর্ব রঙ্গিখালী, ১৬। আরফাত উদ্দিন (১৯), পিতা-সামছুল আলম, মাতা-আমিনা খাতুন, সাং-কানজর পাড়া, ৫নং ওয়র্ড, ১৭। আক্তার হোসেন (৩৪), পিতা-আবুল বশর, মাতা-সামছুন নাহার, সাং-ঝিমংখালী, ৬নং ওয়ার্ড, ১৮। মোঃ ইউসুফ (৩৩), পিতা-আবুল মনজুর, মাতা-মরিয়ম খাতুন, সাং-উনচিপ্রাং, ৩নং ওয়ার্ড, ১৯। কামরুল ইসলাম (৩২), পিতা-মৃত জাফর ইসলাম, মাতা-ফাতেমা বেগম, সাং-কুতুবদিয়া পাড়া, ৩নং ওয়ার্ড, সর্ব ইউপি-হোয়াইক্যং, ০১টি সিআর ওয়ারেন্টভুক্ত আসামী ২০। ধল্যা মিয়া (৩২), পিতা-দিল মোহাম্মদ, সাং-জাদিমুড়া, হ্নীলা ইউপি, ০২ জন পুলিশ আইনের ৩৪(৬) ধারা মোতাবেক ২১। মোঃ সুলতান আহমেদ প্রকাশ বতাইশা (৪০), ২২। মোঃ আব্দুর রহমান (৩০), উভয় পিতা-মৃত হাজী মকবুল আহমদ প্রকাশ মিঠা হাজী, সাং-রঙ্গিখালী স্কুল পাড়া, ৭নং ওয়ার্ড, হ্নীলা ইউপি, সর্ব থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার সহসর্বমোট ২২ জন আসামীদের গ্রেফতার করিয়া পরবর্তী আইনী কার্যক্রম গ্রহণের নিমিত্তে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।