টেকনাফ উপজেলা নবাগত ইউএনও’র সাথে নারী ফোরামের  শুভেচ্ছা ও মতবিনিময়। 

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২২

 

ইব্রাহীম মাহমুদ, টেকনাফ

কক্সবাজারের টেকনাফের নবাগত নির্বাহী অফিসার (ইউএনও) কামরুজ্জামান এর সাথে ফুলের শুভেচ্ছা বিনিময় করেন,টেকনাফ উপজেলা নারী ফোরাম। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দুপুর ১২ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নবাগত ইউএনওকে ফুল দিয়ে শুভেচ্ছা ও মতবিনিময় করেন।
এসময় সামাজিক সম্প্রীতি,লিঙ্গ বৈষম্য ও নারীদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও নারী ফোরামের সভাপতি তাহেরা আক্তার মিলি।
এতে উপস্থিত ছিলেন,সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এরফানুল হক চৌধুরী,
উপজেলা নারী ফোরামের সাধারণ সম্পাদক ও সাবরাং ইউনিয়ন পরিষদ ১,২ও ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্যা শাহেনা রহমান বিএ,
ইউপি সদস্যা ও নারী ফোরামের সহ সভাপতি,নাসরিন পারভিন,অর্থ সম্পাদক লায়লা বেগম,সদস্য খালেদা বেগম,মুবিনা খাতুন,রানু আকতার,সাবেক কাউন্সিলর নাজমা আলম ও সাবেক কাউন্সিলর রুবিনা আকতার প্রমুখ।
নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)কামরুজ্জামান ২০ নভেম্বর দায়িত্বভার গ্রহণ করেন। তিনি টেকনাফ উপজেলায় মাদক, সন্ত্রাস,বাল্য বিবাহ রোধসহ আইন-শৃঙ্খলা সমুন্নত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।