টেকনাফ উপজেলা আওয়ামী লীগের নতুন সভাপতি আলহাজ্ব বশর সাধারণ সম্পাদক মাহাবুব মোর্শেদ

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২২

 

ইব্রাহীম মাহমুদ,টেকনাফ

দীর্ঘ ৯ বছর পর নতুন নেত্বত্ব পেয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ টেকনাফ উপজেলা শাখা। বার বার সম্মেলন ও কাউন্সিলের তারিখ নির্ধারণ করলেও এবারে বাস্তবে উপজেলা আওয়ামী লীগের সম্মেলন ও ত্রি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন হয়। সম্মেলন শেষে কাউন্সিল অধিবেশনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি-সম্পাদক নির্বাচিত হয়েছে। ১১ সেপ্টেম্বর (রবিবার) সকাল ১১টায় টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়। এতে প্রধান অতিথি ছিলেন-কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি। বিশেষ অতিথি ছিলেন-কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি প্রশান্ত ভূষণ বড়ুয়া।
দীর্ঘ ৯ বছর পর অনুষ্ঠিত উক্ত কাউন্সিল অধিবেশনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছে সাবেক সাধারন সম্পাদক আলহাজ্ব নুরুল বশর ও সাধারণ সম্পাদক হয়েছেনন সাবেক যুগ্ন সম্পাদক মাহবুব মোর্শেদ।
এর আগে উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাস্টার জাহেদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন-জেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফরিদুল আলম, সম্মেলনের প্রধান বক্তা জেলা আ.লীগের সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান, কক্সবাজার সদর রামুর সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, মহেশখালী-কুতুবদিয়ার সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব শফিক মিয়া।সাবেক সাংসদ টেকনাফ পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহমান বদি।
টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আলম, সাবরাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,নুর হোসেন বি,এসহ জেলা-উপজেলা থেকে আগত নেতৃবৃন্দরা।
সম্মেলন ও কাউন্সিলে টেকনাফে অনেকদিন পর উৎসবমূখর পরিবেশে নেতাকর্মীরা মিলিত হন। সবাই উৎসবে জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়ন ও আগামী জাতীয় নির্বাচনে উখিয়া-টেকনাফের নৌকার আসনটি উপহার দিতে বদ্ধ পরিকর বলে ঘোষনা দেন।