টেকনাফে সদরের কবরস্থান পরিষ্কারের উদ্যোগ নিলেন চেয়ারম্যান জিয়াউর রহমান জিহাদ

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২২

 

ইব্রাহীম মাহমুদ, টেকনাফ

কক্সবাজারের টেকনাফের সদর ইউনিয়নের আওতাভুক্ত কবরস্থান ঝোপজঙ্গল পরিস্কারের উদ্যোগ হাতে নিয়েছেন সদর ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জিহাদ। ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। ৯টি ওয়ার্ডে প্রায় ১৫/২০টি কবরস্থান রয়েছে। যা সাধারণত নিয়মিত পরিস্কার না করায় বহুআংশে ঝোপজঙ্গলে পরিণত হয়েছে। চেয়ারম্যান জিয়াউর রহমান জিহাদ পরিস্কার পরিচ্চন্নতা ঈমানের অঙ্গ।
মৃত মুসলমানদের শেষ ঠিকানা কবর। এই কবরস্থান পরিস্কার পরিচ্ছন্ন রাখাও আমাদের দায়িত্ব। তাই আমি এ উদ্যোগ গ্রহণ করেছি।
এ কাজ শেষ করতে প্রায় মাসাধিক সময় লাগতে পারে বলেও জানান চেয়ারম্যান।
গোদার বিল এলাকার বাসিন্দা নজরুল ইসলাম জানান আমাদের এলাকার একমাত্র কবরস্থানটি বর্ষা মৌসুমে পানি জমে ঘাস ও লতাপাতায় ছেয়ে যায়। ময়লা-আবর্জনার সাথে ঝোপ-ঝাড়-জঙ্গলে পরিণত হয় কবরস্থানটি। মৃত ব্যক্তিদের দাফনের পরিবেশও নষ্ট হয়ে যাচ্ছিল। এ অবস্থা দেখে স্থানীয় যুবকরা বিষয়টি চোরম্যানকে অবগত করলে তিনি নিজ উদ্যোগে কবরস্থান পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু করেন।
চেয়ারম্যান জিয়াউর রহমান জিহাদ বলেন,আমি মানবসেবায় কোন ধর্ম বর্ণ বিবেচনা করি না। আমরা সবাই মানুষ আর মানবসেবার মাধ্যমেই সৃষ্টিকর্তাকে পাওয়া যায় বলে আমি বিশ্বাষ করি। তাই কোন ধর্ম বর্ণের ভেদাভেদ চিন্তা না করে এই কাজ শুরু করেছি।
তিনি আরো বলেন,শুধু কবরস্খান নয় হিন্দুদের শ্বশানও পরিস্কার করে সীমানা প্রচীর নির্মাণ করা হবে ।