টেকনাফে শিশু ধর্ষণ মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড!

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: জুলাই ২৬, ২০২২

 

মঈনুদ্দীন শাহীন কক্সবাজার থেকে ;
কক্সবাজার জেলার টেকনাফে শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদন্ডের রায় দিয়েছে আদালত। একই সঙ্গে আসামীদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের কারাভোগ করতে হবে মর্মে রায়ে উল্যেখ করা হয়েছে।

কক্সবাজার জেলা নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনাল-৩-এর বিচারক আবদুর রহিম মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে এ রায় ঘোষণা করেন।

রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) একরামুল হুদা।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীরা হলেন টেকনাফের হ্নীলার নুরুল আলম,হেলাল উদ্দীন, মমতাজ মিয়া ।

আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালে টেকনাফের দক্ষিণ লেদা এলাকায় সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয় ৯ বছরের এক শিশু। সেই মামলায় নুরুল আলম, হেলাল উদ্দীন, মমতাজ মিয়াকে আসামি করে মামলা দায়ের করেন শিশুটির বাবা। দীর্ঘ শুনানি শেষে মঙ্গলবার এ রায় ঘোষণা করেন ট্রাইব্যুনালের বিচারক আবদুর রহীম।