টেকনাফে পৃথক ডাকাতির ঘটনায় জড়িত ৬ ডাকাত গ্রেপ্তার

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: জুন ২৩, ২০২২

কফিল উদ্দীন আনু ;

টেকনাফের পৃথক ডাকাতির ঘটনার সাথে জড়িত ৬ ডাকাত সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে র্যা ব-১৫।
র্যা ব সূত্রে জানা যায়, গত ০৭ জুন টেকনাফের বাহারছড়া ইউনিয়নের উত্তর শীলখালী এলাকার একটি বিয়ে বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। উক্ত ডাকাতির ঘটনায় ডাকাত সদস্যরা কয়েক ভরি স্বর্ণালংকার, ৯০ হাজার টাকা ও কয়েকটি স্মার্টফোনসহ অন্যান্য মূল্যবান জিনিসপত্র ডাকাতি করে নিয়ে যায়। এছাড়াও গত ১৮ জুন টেকনাফের শাপলাপুরে একদল সংঘবদ্ধ ডাকাতচক্র রাস্তায় ব্যারিকেড দিয়ে আনুমানিক ১০-১৫ লাখ টাকা ও স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল ডাকাতি করে। উক্ত ঘটনায় টেকনাফ থানায় অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে পৃথক পৃথক মামলা রুজু হয়।
ঘটনা পরবর্তী র্যা ব-১৫ এর চৌকস টিম অভিযান পরিচালনা করে গত ২০ জুন ডাকাতির ঘটনায় জড়িত কক্সবাজার পৌরসভাস্থ দক্ষিণ জানারঘোনা এলাকার নুরুল হক সিকদারের পুত্র মোঃ সাকিল (২০) কে গ্রেপ্তার করতে সক্ষম হন। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে দীর্ঘ ১৫ ঘন্টা (২১ জুন পর্য্যন্ত) অভিযান পরিচালনা করে ডাকাতির ঘটনায় জড়িত উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের মাদারবনিয়া এলাকার আঃ রহিম এর পুত্র মোঃ আমান উল্লাহ (২৪), কক্সবাজার পৌরসভাস্থ সাহিত্যকাপল্লী এলাকার সুলতান এর পুত্র মোঃ আরাফাত (২৭) ও আব্দুল মালেক এর পুত্র মোঃ নুরুল আমিন (২৫), পৌরসভার চন্দনীমাঠ এলাকার আবু মুছার পুত্র মোঃ সাকিব হাসান (২৪) ও জালিয়াপালং ইউনিয়নের ছেপটখালী এলাকার মোঃ জলিল এর পুত্র মোঃ আইয়েছ প্রঃ আজিজ (২২) দেরকে গ্রেপ্তার করেন। ধৃত ডাকাতগণ উল্লেখিত পৃথক পৃথক ডাকাতির ঘটনার সাথে জড়িত ছিল মর্মে স্বীকার করে। পরে ধৃত ডাকাতদেরকে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে বলে র্যা ব-১৫ সূত্রে জানা গেছে।