টেকনাফে নেকম কর্তৃক ইআরটি সদস্যদের সরঞ্জাম প্রদান সম্পন্ন

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: মে ১, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ

হাতি সংরক্ষণ করলে রক্ষা পাবে সবুজ বন। হাতি সংরক্ষণ ও মানুষ হাতি দ্বন্দ্ব নিরসনে সারাদেশব্যপী গঠন করা হয়েছে নেচার কনজারভেশন ম্যানেজমেন্ট ( নেকম) কর্তৃক ৭২ টি স্বেচ্ছাসেবী ইআরটি টিম। প্রতি টিমে ১০ সদস্য নিয়ে করা টিমগুলোকে সারাদেশব্যপী একযোগে শুরু হয়েছে হাতি সুরক্ষা সরঞ্জাম বিতরণ কার্যক্রম। টেকনাফ উপজেলার শিলখালী ফরেস্ট রেঞ্জ এবং টেকনাফ ফরেস্ট রেঞ্জের অধীনে নেকম কর্তৃক বাস্তবায়িত ৫ টি ইআরটি টিমকে সরঞ্জাম প্রদান সম্পন্ন হয়েছে।

টেকনাফে নেকমের কমিউনিটি অর্গনাইজার জালাল উদ্দীন চৌধুরীর উপস্থিতিতে গত ২৬ এপ্রিল ২০২২ তারিখে হ্নীলা বিট বন কর্মকর্তার অফিসে হ্নীলা ইআরটি, ২৭ এপ্রিল ২০২২ তারিখে টেকনাফ রেঞ্জের ৩ টি ইআরটি যথাক্রমে মোছনী ইআরটি, কেরুনতলি ইআরটি এবং নাইট্যংপাড়া ইআরটিকে সরঞ্জাম প্রদান করা হয়।