জেলা ছাত্রলীগের শোক র‍্যালীতে” উখিয়া থেকে হাজারো নেতাকর্মী নিয়ে যোগদান করেন ইব্রাহীম

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: আগস্ট ৩১, ২০২২

 

নুরুল ইসলাম বিজয়, উখিয়া

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদৎ বার্ষিকী, জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে কক্সবাজার জেলা ছাত্রলীগের শোক র‌্যালীতে কক্সবাজার শহরে প্রায় ৮০ হাজারের বেশি মানুষ অংশগ্রহণ করেন।

মঙ্গলবার ৩০আগস্ট ২০২২খ্রিঃ দুপুর ২টায় উখিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রার্থী ছাত্রনেতা মোহাম্মদ ইব্রাহীম এর নেতৃত্বে হাজারো নেতাকর্মী নিয়ে শহরের বাহারছড়া মুক্তিযোদ্ধা মাঠে মিছিল সহকারে অংশগ্রহণ করেন, এসময় উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, সাধারণ সম্পাদক, রামু আসনের সাংসদ, মহেশখালী আসনের সাংসদ।

কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের সভাপতিত্বে কক্সবাজার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারুফ আদনানের সঞ্চালনায় বিকাল ৪ টায় র‍্যালীটি বের হয়ে কলাতলী সড়ক প্রদক্ষিণ করে ডলফিন মোড়ে এসে কক্সবাজার শহরের ডলফিন চত্বরে সামনের রাস্তায় উন্মুক্ত মঞ্চে র‌্যালি-পূর্ব সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে কলাতলী ডলফিন মোড় বঙ্গবন্ধু চত্বর ঘোষণা করেন ছাত্রলীগের নেতৃবৃন্দরা।