জেএসসিতে পাসের হারে শীর্ষে বরিশাল, পাসের হার ৯৭.৫ শতাংশ

প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০১৯

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় এবার পাসের হার ৮৭ দশমিক ৯০ ভাগ। এর মধ্যে জেএসসিতে পাসের হারে শীর্ষে বরিশাল বোর্ড। এই বোর্ডে পাস করেছে ৯৭ দশমিক ০৫ শতাংশ।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুর ১২টায় শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

এর আগে সকাল ১০টার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে আনুষ্ঠানিকভাবে ফলাফলের সারসংক্ষেপ তুলে দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

জেএসসিতে ঢাকা বোর্ডে পাসের হার ৮২ দশমিক ৭২, রাজশাহীতে ৯৪ দশমিক ১০, কুমিল্লা বোর্ডে ৮৮ দশমিক ৮০, যশোর বোর্ডে ৯১ দশমিক ০৮, চট্রগ্রাম বোর্ডে ৮২ দশমিক ৯৩, বরিশাল বোর্ডে ৯৭ দশমিক ০৫, সিলেট বোর্ডে ৯২ দশমিক ৭৯, দিনাজপুর বোর্ডে ৮৩ দশমিক ৯২, ময়মনসিংহ বোর্ডে ৮৭ দশমিক ২১ ভাগ।

এছাড়া মাদ্রাসা বোর্ডে পাসের হার ৮৯ দশমিক ৭৭ ভাগ।