চিত্রনায়ক ওয়াসিমের মৃত্যু, আজ বাদ জোহর জানাজা

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২১

ডেস্ক নিউজঃ
বাংলা চলচিত্রের কিংবদন্তি, সোনালি দিনের নায়ক ওয়াসিম মারা গেছেন। শনিবার দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর শাহাবদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৪ বছর।

নায়ক ওয়াসিমের মৃত্যুর খবর নিশ্চিত করেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।
শনিবার দিবাগত রাত ১২টা ৪৭ মিনিটে জায়েদ খান তার ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানান।

তিনি বলেন, শনিবার রাত সাড়ে ১২টার দিকে মারা যান ওয়াসিম ভাই। জায়েদ খান আরও বলেন, ওয়াসিম ভাইকে এখন গোসল করানো হচ্ছে। এরপর তার মরদেহ ফ্রিজিং গাড়িতে রাখা হবে। রোববার (১৮ এপ্রিল) বাদ জোহর গুলশান আজাদ মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বনানী কবরস্থানে দ্বিতীয় জানাজা শেষে বনানী কবরস্থানেই তাকে দাফন করা হবে।
১৯৭২ সালে এস এম শফী পরিচালিত ‘ছন্দ হারিয়ে গেলো’ সিনেমায় ছোট চরিত্রে অভিনয়ের মাধ্যমে অভিষেক হয়েছিল ওয়াসিমের। ওই সিনেমায় সহকারী পরিচালক হিসেবেও কাজ করেন তিনি।
নায়ক হিসেবে তার প্রথম সিনেমা ‘রাতের পর দিন’। মহসিন পরিচালিত এ সিনেমাটি মুক্তি পেয়েছিল ১৯৭৪ সালে। মুক্তির পর রাতারাতি সুপারস্টার বনে যান ওয়াসিম। এরপর অ্যাকশন এবং ফোক-ফ্যান্টাসি ধাঁচের অনেকগুলো সিনেমায় অভিনয় করেছেন তিনি।

সীমান্তবাংলা / ১৮ এপ্রিল ২০২১