চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ স্হল বন্দর থেকে ভারতীয় ট্রাক থেকে সাড়ে ৩ কেজি স্বর্ণসহ গ্রেফতার ১

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২২

 

পারভেজ মামুন চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্হল বন্দর সিমান্তে ভারতীয় একটি ট্রাক থেকে ৩ কেজি ৪৭৬ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে ৫৯ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় সোনামসজিদ স্থলবন্দর এলাকায় অভিযান চালিয়ে স্বর্ণগুলো উদ্ধার করে ৫৯ বিজিবি।

এ ঘটানায় ভারতীয় ট্রাকের ড্রাইভার রেন্টু শেখকে গ্রেফতার করা হয়। তার বড়ি ভারতের পশ্চিমবঙ্গের মালদার মহদীপুর এলাকায়। তার পিতার নাম মাফাজুল শেখ।

৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল আমির হোসেন মোল্লা বলেন, আমাদানি পণ্য নিয়ে ভারতীয় ট্রাকটি গতকাল (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশে প্রবেশ করে। রোববার সকালে পণ্য খালাশ করে ভারতরে ফিরে যাওয়ার সময় ওই ট্রাকে অভিযান চালায় বিজিবি। অভিযান পরিচালনা করে ৩ কেজি ৪৭৬ গ্রাম স্বর্ণ পাওয়া যায়। আটকৃত সোনার বারগুলোর মূল্য আনুমানিক মূল্য ২ কোটি ২৮ লাখ ৭৫ হাজার ২১৩ টাকা। এ ঘটনায় ওই ট্রাকটিও আটক করা হয়েছে।