চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ সীমান্তে ইয়াবা ও হেরোইন জব্ধ করেছে বিজিবির ৫৯ ব্যাটালিয়নের সদস্যরা

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: মে ৫, ২০২১

 

পারভেজ মামুন”চাঁপাইনবাবগঞ্জ থেকেঃ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্তে ইয়াবা এবং হেরোইন জব্দ করেছে বিজিবি। এর মধ্যে রয়েছে ১৯৭ পিস ইয়াবা ও ৫০ গ্রাম হেরোইন। গত ৪ মে দিবাগত রাত সোয়া ১টার মালিকবিহীন এসব মাদকদ্রব্য জব্দ করেন বিজিবির ৫৯ রহনপুর ব্যাটালিয়নের সদস্যরা। বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সোনামসজিদ বিওপির সুবেদার মো. তোফাজ্জেল হোসেনের নেতৃত্বে টহল দল দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৫ হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পিরোজপুরে অভিযান চালায়। গত ৪ মে দিবাগত রাত সোয়া ১টার দিকে পরিচালিত এ অভিযানে মালিকবিহীন ১৯৭ পিস ইয়াবা এবং ৫০ গ্রাম হেরোইন জব্দ করা হয়।
এ ব্যাপারে রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আমীর হোসেন মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। একইসঙ্গে তিনি সীমান্তে সকল ধরনের চোরাচালানের বিরুদ্ধে বর্ডার গার্ড বাংলাদেশের এই অভিযান অব্যাহত রাখার ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সীমান্তবাংলা / ৫ মে ২০২১