চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির পৃথক অভিযানে আগ্নেয়াস্ত্র ও কচ্ছপের হাড় উদ্ধার

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২২

পারভেজ মামুন চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের উপজেলার শিয়ালমারা সীমান্ত এলাকায় আগ্নেয়াস্ত্র ও ভোলাহাটে কচ্ছপের হাড় উদ্ধার করেছে বিজিবি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৫৯ বিজিবির রহনপুর ব্যাটালিয়ন জানায়, নিজস্ব তথ্যের ভিত্তিতে গত বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আমীর হোসেন মোল্লার নেতৃত্বে একটি বিশেষ টহল দল শিয়ালমারা সীমান্ত পিলার ১৮৬/৪-এস হতে আনুমানিক ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে টহলে ছিল। এসময় শিয়ালমারা আমবাগান নামক স্থানে দুজন লোককে দেখতে পেয়ে ধাওয়া করলে তারা একটি ব্যাগ ফেলে ভারতের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে টহল দল ওই ব্যাগ তল্লাশি করে একটি ওয়ানশুটার গান ও ২ রাউন্ড গুলি উদ্ধার করে।
রহনপুর ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আমীর হোসেন মোল্লা বিষয়টি নিশ্চিত করে আরো জানান, নিজস্ব তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে ব্যাটালিয়ন অধিনায়কের নেতৃত্বে একটি বিশেষ টহল দল ভোলাহাট উপজেলার ফলিমারী মাঠ নামক স্থানে অভিযান চালায়। অভিযানে মালিকবিহীন ৩০ কেজি কচ্ছপের হাড় উদ্ধার করতে সক্ষম হয়।