চাঁপাইনবাবগঞ্জ জেলায় যথাযোগ্য মর্যাদায় ৭ই মার্চ জাতীয় ঐতিহাসিক দিবস পালিত

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: মার্চ ৭, ২০২১

 

পারভেজ মামুন”চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ-

চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ৭ই মার্চ জাতীয় ঐতিহাসিক দিবস পালিত হয়েছে। ৭ই মার্চ ২০২১, রবিবার সকালে আব্দুল মান্নান সেন্টু মার্কেটের সামনে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণের মধ্য দিয়ে এ দিবস পালিত হয়।

সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, পৌরসভা, নবাবগঞ্জ সরকারি কলেজ, নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ, সিভিল সার্জন কার্যালয়, সড়ক ও জনপথ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, গণপুর্ত বিভাগ, জেলা শিল্পকলা একাডেমী, ইসলামিক ফাউন্ডেশন, জেলা তথ্য অফিস, এলজিইডি, জেলা নির্বাচন অফিস, বিএমডিএ, আঞ্চলিক পাসপোর্ট অফিস, পিটিআই, জেলা কারাগার, বিদ্যুৎ বিভাগ, জেলা শিক্ষা অফিস,অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ, সদর উপজেলা পরিবার পরিকল্পনা অফিস, জেলা আওয়ামীলীগ, জাসদ, জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়, চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি, জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর. ডিপ্লোমা কৃষিবিদ পরিষদ, সামাজিক বন বিভাগ, নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, যুব উন্নয়ন অধিদপ্তর, জেলা পরিসংখ্যান অফিস, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর, জেলা পানি উন্নয়ন বোর্ড, জেলা রেজিষ্টার ও সদর উপজেলা রেজিস্ট্রি অফিস, জেলা মৎস্য অধিদপ্তর, জেলা ছাত্রলীগ, জেলা সমাজসেবা কার্যালয়, জেলা খাদ্য নিয়ন্ত্রকসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন।

এসময় জেলা পুলিশের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিকে অভিবাদন জানানো হয়। শ্রদ্ধাঞ্জলি অর্পণকালে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব বিপিএম-পিপিএম(বার), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ কে এম তাজকির উজ জামান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. জাকিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব আলম খান পিপিএম, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মঈনুদ্দিন মন্ডল, বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ রুহুল আমিন, নবাবগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ডু, প্রফেসর ড. মাযহারুল ইসলাম তরু, পৌর মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, মহিলা সরকারী কলেজের অধ্যক্ষ মোসা. মনোয়ারা খাতুন, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. আবুল কালাম, জাতীয় মহিলা সংস্থার জেলা চেয়ারম্যান আলহাজ্ব এ্যাড. ইয়াসমীন সুলতানা রুমা, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের পরিচালক মো. শহিদুল ইসলাম ও এম কোরাইশি মিলু, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. শফিকুল আলমসহ বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। ৭ই মার্চ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বঙ্গবন্ধু মঞ্চে আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান হয়।

( সীমান্তবাংলা/ শা ম / ৭ মার্চ ২০২১)