চাঁপাইনবাবগঞ্জে শাশুড়ি হত্যা মামলার আসামীর মৃত্যু

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: জুন ২০, ২০২২

 

পারভেজ মামুন চাঁপাইনবাবগঞ্জ থেকে ;

চাঁপাইনবাবগঞ্জে শাশুড়িকে হত্যায় অভিযুক্ত হত্যা মামলার আসামীর মৃত্যু হয়েছে। সোমবার(২০ জুন) সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত হাজতি মো. রেজাউল করিম (৫০) চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ছাবানিয়া গ্রামের জোহাক এর ছেলে। রেজাউল করিম ২০২০ সালে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় শাশুড়ি হত্যা মামলার আসামী হিসেবে চাঁপাইনবাবগঞ্জ জেলখানায় হাজতি ছিলো। মামলা নম্বর-৩২৯/২০(নবাব)।
চাঁপাইনবাবগঞ্জ জেলখানার জেল সুপার মো. মজিবুর রহমান মজুমদার জানান, হাজতি রেজাউল করিম সোমবার সকালে নাস্তা করার পর সকাল ৭.৫৫ মিনিটের সময় পায়খানা থেকে বের হয়ে বুকে ব্যথা নিয়ে অসুস্থতার কথা জানায়। তাকে সকাল ৮টা ১০মিনিটে জেলখানার হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থা গুরুত্বর হলে রেজাউলকে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে রেফার্ড করেন জেলখানার চিকিৎসক। সকাল সাড়ে ৮টার দিকে জেলা হাসপাতালের চিকিৎসক চিকিৎসা শুরু করেন এবং সকাল ৯টার দিকে রেজাউলকে মৃত ঘোষণা করেন। রেজাউল হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে মারা গেছে বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বলে জানান জেল সুপার মো. মজিবুর রহমান মজুমদার। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর রেজাউলের মৃত্যুর সঠিক কারন বলা যাবে বলেও জানান জেল সুপার