চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের পৃথক ২টি অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: মে ৯, ২০২১

 

পারভেজ মামুন”চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ-

র‌্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের
পৃথক ২টি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ২০০ বোতল ফেনসিডিল ও ৪৫ বোতল দেশীয় তৈরি চোলাই মদসহ ২ জনকে আটক করা হয়েছে।
আটককৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নামোরাজরামপুর হাজীপাড়ার মোছা. মোতাহারা ও রুহুল আমিনের ছেলে আশরাফুল ইসলাম (৩০) ও শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউপির কামালপুর গ্রামের মরিয়ম বেগম ও বুলি রহমানের ছেলে মো. বুদ্ধ আলী (২২)।
জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত দেড়টার দিকে কানসাট বিএন বাজার এলাকায় বাগদূর্গাপুর গ্রামের রাজুর বাড়ির সামনে আম গাছের নিচে অভিযান চালিয়ে ২০০ বোতল ফেনসিডিলসহ হাতেনাতে আলীকে আটক করে র‌্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল।
অপর আরেক অভিযানে শনিবার দিবাগত রাত সোয়া ১২ টার দিকে চাঁপাইনবাবগঞ্জের নয়াগোলার সায়েরা ফিলিং ষ্টেশনের পশ্চিমে এবং সায়েরা ভিলার পেছনে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৪৫ বোতল দেশীয় চোলাই মদসহ আশরাফুলকে হাতেনাতে আটক করতে সক্ষম হয় র‌্যাব।
র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আশরাফুল ও আলী মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় সদর মডেল থানা ও শিবগঞ্জ থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়।

সীমান্তবাংলা / ৯ মে ২০২১