চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের অভিযানে ৩১৯ বোতল ফেন্সিডিল সহ আটক ১

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২২

 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার নয়ালাভাংগা ইউনিয়নের ২নং ওয়ার্ডের ঢোরবোন হতে চন্ডিপুরগামী রাস্তার উপর থেকে ৩১৯ বোতল ফেন্সিডিল সহ ০১ জন মাদক ব্যবসায়ী আটক করে র‍্যাব-৫। আটক কৃত ব্যক্তি হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহাপাড়া গ্রামের মৃত জয়নাল আবেদীন ও মর্জিনা বেগমের ছেলে মোঃ তোফাজ্জল হোসেন (৪৮)। র‍্যাব-৫একপ্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করে জানায় সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের র‍্যাব-৫ এর একটি অপারেশন দল গতকাল ২৭ নভেম্বর ২০২২ ইং তারিখ রাত ১১.৪৫ মিনিটের সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ১৫নং নয়ালাভাংগা ইউনিয়নের ২নং ওয়ার্ডের মোঃ বাবু এর বসত বাড়ীর পশ্চিম উত্তর কর্নারে ঢোরবোন হতে চন্ডিপুরগামী রাস্তার উপর থেকে কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্তে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩১৯ (তিনশত উনিশ) বোতল ফেন্সিডিল, ০১(এক) টি মোবাইল ফোন ও ০১(এক) টি সীমকার্ডসহ আসামী মোঃ তোফাজ্জল হোসেন (৪৮), পিতা-মৃত জয়নাল আবেদীন, মাতা-মর্জিনা বেগম, গ্রাম -শাহাপাড়া, থানা- শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জকে হাতেনাতে আটক করে। জিজ্ঞাসাবাদে জানা যায় পূর্বে একাধিকবার সে এভাবে মাদক সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন জায়গায় সরবরাহ করেছে সাক্ষী গণের সামনে স্বীকার করে। উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় মামলা রুজু করা হয়।