চাঁপাইনবাবগঞ্জে যুবজোটের মানববন্ধন দ্রব্যমূল্য উর্দ্ধগতির প্রতিবাদে

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: মার্চ ১২, ২০২২

পারভেজ মামুন”চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যেমূল্য অস্বভাবিক উর্দ্ধোগতির প্রতিবাদে ও পণ্যমুল্য সাধারণের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে শনিবার মানববন্ধন সমাবেশ করেছে জাতীয় যুবজোট। মানববন্ধন থেকে নিয়ামত বাজার মনিটরের দাবিও জানানো হয়।

দুপুরে জাসদের সহযোগী সংগঠন জাতীয় যুবজোট চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার ব্যানারে নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে প্রায় ঘন্টাব্যাপি এই মানববন্ধন কর্মসুচি পালিত হয়। এতে চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবজোট ও জাসদের বিভিন্নস্তরের নেতাকর্মীরা অংশ নেন।
মানবন্ধন চলাকালে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা জাসদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, সদর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আবু হেনা বাবলু, জেলা যবুজোটের সভাপতি তরিকুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুল মজিদ, জেলা জাসদ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তসিকুল রেজা খান তনু, ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিউর রহমান ।
সমাবেশে বক্তারা, বাজারের দব্যমূল্য বৃদ্ধির অসাধু সিন্ডিকেট ভেঙ্গে দিতে সরকারের প্রতি আহ্বান জানানোসহ পন্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসার দাবি জানান।