চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নিহত ৩

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: জুন ১০, ২০২১

পারভেজ মামুন”চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ-

চাঁপাইনবাবগঞ্জের বাবুডাইং ও নাচোলে পৃথক বজ্রপাতে বাগান মালিক ও শিক্ষার্থীসহ ৩ জনের মুত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪টা থেকে ৫ টা পর্যন্ত হওয়া বৃষ্টির সময় বজ্রপাত হলে ৩ জনের মৃত্যু হয়।

 

নিহতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বটতলাহাট শংকারবাটি মহল্লার মৃত দাউদ আলীর ছেলে আব্দুর রহমান (৬০), একই এলাকার নজরুল ইসলামের ছেলে মেসবাহুল হক (৪৫) ও অপরজন নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের আলিশাপুর গ্রামের আব্দুর রহমানের মেয়ে মোসাঃ ফারজানা (১৩)।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মৌদুদ আলম খাঁ জানান, আজ বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের বাবুডাইং এলাকায় আম পাড়ার সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই আব্দুর রহমান ও মেসবাহুল হক মারা যান।

অপরদিকে, জেলার নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের আলিশাপুর গ্রামের আব্দুর রহমানের মেয়ে স্কুল শিক্ষার্থী মোসাঃ ফারজানা (১৩) বিকেল ৪টার দিকে হাঁস আনার সময় বাড়ির ফেরার পথে বৃষ্টিসহ বজ্রপাত হলে ঘটনাস্থলে সে মারা যায়। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন ফতেপুর ইউপির আলিশাপুর গ্রামের ওয়ার্ড সদস্য আব্দুস সাত্তার ।

সীমান্তবাংলা/রোহিত/১০ জুন